৬৬ টেস্টে কোহলি ৫,৫৫৪ রান করেছেন। গত ৫৩.৪০। চার বছর আগে ইংল্যান্ড সফরে ব্যর্থতা তাঁর ঝলমলে কেরিয়ারের একটা বহু আলোচিত পর্ব। ওই সফরে পাঁচ টেস্টে ১৩.৪০ গড়ে ১৩৪ রান করেছিলেন তিনি। এবারের ইংল্যান্ড সফরে সেই ব্যর্থতা তিনি ঢেকে দিতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল। আজ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হচ্ছে।
সিরিজ শুরু আগে কোহলিকে পরামর্শও দিয়েছেন মাস্টার-ব্লাস্টার। তিনি বলেছেন, ফর্মের ওঠাপড়া নিয়ে কোহলির মাথা ঘামানোর প্রয়োজন নেই। যেভাবে কোনও ম্যাচের প্রস্তুতি নেন, সেভাবেই প্রস্তুতি নেওয়া উচিত।
সচিন বলেছেন, ‘আমি অন্তত মনে করি যে ও যথেষ্ট ভাল জায়গাতেই আছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওকে সেই জায়গাতেই থাকতে হবে। ও যে ভাবে কোনও সফর বা ম্যাচের আগে প্রস্তুতি নেয়, তা দারুণ একটা ব্যাপার। আমি চাই, ঠিক এ ভাবেই প্রস্তুতি নিয়ে যাক বিরাট। জীবনে ওঠাপড়া আসেই। সবার ক্রিকেট জীবনেই সেটা ঘটে। অনেক সিরিজ খারাপও যায়। কিন্তু মনে রাখতে হবে, সব কিছু এখানেই শেষ হয়ে যাবে না।’
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও কোহলির আবেগ, কঠোর পরিশ্রম ও লড়াকু মনোভাব দলে ছড়িয়ে পড়েছে। কোহলির কঠিন পরিস্থিতিতে রান করার অদম্য আগ্রহ তাকে বাকিদের তুলনায় আলাদা করেছে।
শাস্ত্রী বলেছেন, ওর কাছে কোনও অজুহাত নেই। কোনও চেষ্টা করতে ত্রুটি করে না ও। ও কখনও চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে পিছিয়ে আসে না। এটাই ওর সবচেয়ে বড় গুণ। ও সফল হতে উদগ্রীব, কিন্তু ও জানে এই পথের কোন শর্টকাট হয় না।