নয়াদিল্লি: বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ছাত্রদের উদ্দেশে বক্তব্য পেশ করার সময় তাঁর নাম উল্লেখ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন সচিন তেন্ডুলকর। তিনি ট্যুইট করে বলেছেন, ‘আমার কথা উল্লেখ করায় ধন্যবাদ। খেলোয়াড় হোক বা ছাত্র, সবার জন্যই প্রস্তুতি গুরুত্বপূর্ণ। ফোকাস যে কোনও চ্যালেঞ্জকে সহজ করে দেয়।’
রবিবার ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেন, ‘মন কি বাত’-এ মতোই প্রত্যেকের উচিত নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। অন্যদের সঙ্গে নয়। সচিন যেভাবে সবসময় নিজেকে চ্যালেঞ্জ করে ব্যাটিং রেকর্ড উন্নত করেছেন, ছাত্রদেরও পরীক্ষার আগে সেটাই করা উচিত। এই উদাহরণ দেওয়ার জন্যই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সচিন।