মুম্বই: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুব বিশ্বকাপের ফাইনাল খেলতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে যুব ভারতীয় ক্রিকেট দল। আর তার আগে যশ ধূল, হরনূর সিংহদের শুভেচ্ছা বার্তা পাঠালেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি।
নিজের সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে মাস্টার ব্লাস্টার জানিয়েছেন, ''আমাদের অনূর্ধ্ব ১৯ দল, যারা ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলছ, প্রত্যেকে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছ। করোনা আক্রান্ত হওয়ায় অনেকেই প্রথম একাদশে কিছু ম্যাচ খেলতে পারনি। কিন্তু তোমরা চ্যাম্পিয়ন। তোমাদের কোনওকিছুই সমস্যা নয়। প্রতিকূলতার মধ্য়ও সেরাটা বের করে আনাটাই কৃতিত্বের। এই মুহূর্তটার জন্যই তো অপেক্ষা করছিলে তোমরা, তাই না! এবার সেই সময় এসেছে। ২২ গজে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আন।'' ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেটাই ছিল সচিনের শেষ বিশ্বকাপ। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার বলছেন, "২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ খেছিলাম আমরা। সেই সময় আমাদের ওপর প্রচুর চাপ ছিল। আমার মনে আছে যে সমর্থকদের চাপ, প্রত্যাশার চাপ কীভাবে সামলাব, তা নিয়ে আমাদের আলাদা একটা সেশন হয়েছিল সেবার। তোমরাও সব চাপ সামলে ফাইনালে উঠেছ। আশা করি দুর্দান্ত পারফর্ম করবে তোমরাও। অনেক অনেক শুভেচ্ছা।''
অন্য়দিকে, আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রস্তুতি সারছেন বিরাট কোহলি। নিজে ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। এই মুহূর্তটা, তার অনুভূতি খুব ভালভাবেই বোঝেন। ২ দিন আগে যুব বিশ্বকাপে ভারতীয় দলের বেশ কয়েকজনের সঙ্গে ভিডিও সেশনেও ছিলেন বিরাট। এবার ট্যুইটারে দলকে শুভেচ্ছা জানালেন ফাইনালের দিন। তিনি লেখেছেন, ''অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল। ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।'' উল্লেখ্য, অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ খেতাবি লড়াইয়ে নামবে ভারত -ইংল্যান্ড।