শুভমান ও ঈশান পোরেলের দাপটে পাকিস্তানকে গুঁড়িয়ে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত, অভিনন্দন সচিন-সহবাগদের
শুবমন গিলের দুরন্ত সেঞ্চুরি ও ঈশান পোড়েলের বিধ্বংসী বোলিংয়ে ভর করে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে বিশাল ২০৩ রানের ব্যবধানে চূর্ণ করে ফাইনালে পৌঁছেছে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে যুব দলের এমন দাপুটে জয়ে উচ্ছ্বসিত দেশের সিনিয়র ক্রিকেটাররা। কোচ রাহুল দ্রাবিড়ের দলকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা।
হরভজন সিংহ লিছেছেন, অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে শুভমান গিলের দুরন্ত সেঞ্চুরি, আমি গর্বিত। এমনই খেলতে থাক এবং কাপ জিতে নিয়ে এস। ফাইনালের জন্য শুভেচ্ছা, রাহুল দ্রাবিড় ।
বীরেন্দ্র সহবাগের ট্যুইট, নির্দয় পারফরম্যান্স...আমাদের ছেলেদের কী অসাধারণ জয়। পাকিস্তানকে একেবারে বিধ্বস্ত করে জয়। ফাইনালের জন্য শুভেচ্ছা।
সচিন তেন্ডুলকরও ভারতের তরুণ দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, সব বিভাগে উচ্চ মানের খেলা দিয়ে আধিপত্য। ফাইনালের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
ভিভিএস লক্ষ্মণের ট্যুইট, অনূর্দ্ধ ১৯ দলের দুরন্ত পারফরম্যানস, বিশেষ করে ফিল্ডিং দেখে দারুণ লেগেছে। পাকিস্তানকে এক ইঞ্চিও জমি ছাড়েনি। ফাইনালের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে শুভমানের অপরাজিত ১০৪ রানের দৌলতে পাকিস্তানের সামনে জয়ের জন্য জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্য রাখে ভারত। কিন্তু রান তাড়া করতে নেমে চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। ভারতীয় পেসারদের, বিশেষ করে, বাংলার ইশান পোরেলের দাপটে মাত্র ৬৯ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।
মহম্মদ কাইফ লিখেছেন, শুভমান গিলের নজরকাড়া শতরানের পর পোড়েলের আগুনে বোলিং। আমাদের ভবিষ্যত সুরক্ষিত হাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -