SAFF Championship Final Live: শ্যুট আউটে দুরন্ত গুরপ্রীত, নবম সাফ কাপ জিতল ভারত

SAFF Championship 2023 Final, India vs Kuwait: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারত ও কুয়েতের ম্যাচ ১-১ ড্র হয়েছিল।

ABP Ananda Last Updated: 04 Jul 2023 10:39 PM

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শ্যুট আউটে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে (SAFF Championship Final) খেলার যোগ্যতাঅর্জন করেছে ভারতীয় দল (Indian Football Team)। এবার নিজেদের খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে কুয়েতের বিরুদ্ধে...More

SAFF Championship 2023: নবম খেতাব জিতল ভারত

ফের দুর্দান্ত গুরপ্রীত। ষষ্ঠ শটে মহেশ ভারতের হয়ে গোল করলেও, হাজিজার শট নিজের বাঁ-দিকে দুরন্তভাবে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন গুরপ্রীত। এই সেভের সঙ্গে সঙ্গেই ম্যাচ ও খেতাব জিতল ভারত। এটি ভারতের নবম সাফ কাপ খেতাব জয়।