SAFF Championship Final Live: শ্যুট আউটে দুরন্ত গুরপ্রীত, নবম সাফ কাপ জিতল ভারত
SAFF Championship 2023 Final, India vs Kuwait: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারত ও কুয়েতের ম্যাচ ১-১ ড্র হয়েছিল।
ফের দুর্দান্ত গুরপ্রীত। ষষ্ঠ শটে মহেশ ভারতের হয়ে গোল করলেও, হাজিজার শট নিজের বাঁ-দিকে দুরন্তভাবে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন গুরপ্রীত। এই সেভের সঙ্গে সঙ্গেই ম্যাচ ও খেতাব জিতল ভারত। এটি ভারতের নবম সাফ কাপ খেতাব জয়।
ভারতের হয়ে শুভাশিস ও আলখালদি, দুইজনেই গোল করায় উভয় দলের প্রথম পাঁচ শট শেষে স্কোর ৪-৪। সাডেন ডেথে পৌঁছে গেল ম্যাচ।
উদান্তা সিংহ বারের ওপর দিয়ে বল মারেন। কিন্তু কুয়েতের মারান গোল করতে কোনও ভুল করেনি। তাঁর গোলেই ম্যাচে সমতায় ফিরল কুয়েত। স্কোর ৩-৩।
ভারতকে শ্যুট আউটে ৩-১ এগিয়ে দেন ছাংতে। আলদেফেরিও কুয়েতের হয়ে গোল করায় শ্যুট আউটে স্কোর ৩-২ হল।
দ্বিতীয় রাউন্ডে ভারতের হয়ে সন্দেশ ঝিঙ্গান ও কুয়েতের আলোতাইবি, উভয়েই গোল করেন। বর্তমানে স্কোর ২-১।
সুনীল ছেত্রী সফলভাবে শ্যুট আউটে প্রথম পেনাল্টি থেকে গোল করেন। তবে মহম্মদ আব্দুল্লা পেনাল্টি বারে মারায় এগিয়ে গেল ভারত।
অতিরিক্ত সময়ও দুই দলের কেউই গোল করতে পারল না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে। ১২০ মিনিট শেষে ম্যাচের স্কোরলাইন ১-১। পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমেই বিজেতা নির্বাচিত হবে। সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে শ্যুট আউটে নায়ক হয়ে উঠেছিলেন গুরপ্রীত সিংহ সান্ধু। ফাইনালেও তিনি ফের একবার জ্বলে উঠতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।
ম্যাচে চোট আঘাতের পালা অব্যাহত। আনোয়ার আলির পর এবার চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন আকাশ মিশ্র। তাঁর বদলে শুভাশিস বসু মাঠে নামলেন।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফয়সালা হল না। ভারত-লেবাননের সেমিফাইনালের মতোই অতিরিক্ত সময়ে গড়াল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালও। গোলশূন্য দ্বিতীয়ার্ধের পর স্কোর ১-১।
৭১ মিনিট- ম্য়াচে দুই দলের কাউকেই তেমন ছন্দে দেখাচ্ছে না। বারংবার ফাউলের জন্য ছন্দ ভাঙছে। হলুদ কার্ডও দেখেছেন একাধিক খেলোয়াড়রা। ম্যাচের স্কোর এখনও ১-১। খেলার রাশ দখলে নেওয়ার জন্য ভারতীয় দলের তরফে দুই বদল করা হল। থাপার বদলে মহেশ এবং কুরুনিয়ানের বদলে রোহিত মাঠে নামলেন।
দ্বিতীয়ার্ধের শরুতেই ভারতীয় দল গোল করার সুযোগ পেয়েছিল। ভারতকে এগিয়ে দেওয়ার সুযোগ পান সেই ছাংতে। কুয়েত ডিফেন্ডারের দুর্বল ব্যাকপাস নিজের দখলে নিতে উদ্যত হন ছাংতে। তবে মারজাউক দুরন্তভাবে ঝাঁপিয়ে পড়ে ছাংতেকে প্রতিহত করেন।
ভারত ও কুয়েতের খেতাব লড়াইয়ের প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হল।
৩৯ মিনিট- গোটা টুর্নামেন্ট জুড়েই দারুণ ছন্দে রয়েছেন লালরিনজুয়ালা ছাংতে। তিনি ফের একবার এই ম্যাচে ভারতের ত্রাতা হয়ে উঠলেন।সাহালের পাস থেকেই দ্বিতীয় পোস্ট বল জড়িয়ে দেন ছাংতে।
৩৪ মিনিট- ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিটা বল জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। প্রচুর ফাউলও করছে দুই দলই। এর জেরেই এক কড়া চ্যালেঞ্জের পর মাঠ ছাড়তে বাধ্য হলেন আনোয়ার আলি। তিনি নিজের পায়ে অবধি উঠে দাঁড়াতে পারেননি। স্ট্রেচার করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর বদলে মেহতাব সিংহ মাঠে নামলেন।
১৪ মিনিট- খেলার প্রথম ১০ মিনিটে মাঠে নিজেদের খেলার মাধ্যমে খুব বড় সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই। তবে ম্যাচে দুই দেশের খেলোয়াড়দের মধ্যেই বেশ ঝাঁঝ লক্ষ্য করা যাচ্ছে। শুরু থেকেই প্রতিটি ৫০-৫০তেই খেলোয়াড়রা ঝাঁপাচ্ছিল। তবে ১৪ মিনিটেই সুন্দর পাসিং ফুটবলে ভর করে ভারতের রক্ষণ ভেঙে ফেলে কুয়েত। শাবাইব আল খালদি কুয়েতকে এগিয়ে দেন। গুরপ্রীতের কাছে বল রোখার তেমন কোনও সুযোগ ছিল না।
ভারতের কোচ ইগর স্তিমাচ ইতিমধ্যেই টুর্নামেন্টে দুই দুইবার লাল কার্ড দেখে ফেলেছেন। তাঁকে টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হয়েছে। তাই ফাইনালে তিনি ভারতের ডাগ আউটে থাকবেন না। ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় স্তিমাচ লেখেন, 'ফাইনালের আগে আমি সমস্ত খেলোয়াড়দের বিগত দুই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই। তোমরা এই দলের জন্য নিজেদের সর্বস্বটা উজাড় করে দিয়েছ। আমি এবং গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। চল আরও একটা (খেতাব) একসঙ্গে জিতি।'
প্রত্যাশামতোই নির্বাসন কাটিয়ে ভারতীয় একাদশে ফিরলেন সন্দেশ ঝিঙ্গান।
ফাইনাল ম্যাচে ভারতের একাদশ- গুরপ্রীত, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্র, নিখিল পূজারি, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জিকসন, লালরিনজুয়ালা ছাংতে, আশিক কুরুনিয়ান, সুনীল ছেত্রী
ভারতের সামনে নবম সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের হাতছানি। কুয়েতের বিরুদ্ধে এবারের টুর্নামেন্টে অপরাজিত ভারতীয় দল নিজেদের রেকর্ড ধর রেখে খেতাব জিততে পারে কি না, সেটাই দেখার বিষয়।
প্রেক্ষাপট
বেঙ্গালুরু: লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শ্যুট আউটে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে (SAFF Championship Final) খেলার যোগ্যতাঅর্জন করেছে ভারতীয় দল (Indian Football Team)। এবার নিজেদের খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে কুয়েতের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। অপরদিকে, কুয়েত ১-০ স্কোরলাইনে বাংলাদেশকে পরাজিত করে। দুই দল এবার ফাইনালে মুখোমুখি হবে (India vs Kuwait)।
এই টুর্নামেন্টে ইতিমধ্যেই দুই দল একবার একে অপরের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচেও ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ১-১ ম্যাচ ড্র করেই ভারতকে খুশি থাকতে হয়ত। তাই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা করতেই পারেন সমর্থকরা। ঘরের মাঠে দর্শকদের সামনে ভারত কিন্তু খাতায় কলমে সামান্য হলেও এগিয়ে শুরু করবে ম্যাচটি। তবে পরপর দুই ম্যাচে শেষ মিনিট পর্যন্ত একেবারে লড়াই করতে হয়েছে ব্লু টাইগার্সদের। পরপর অল্প ব্যবধানে ম্যাচ, ক্লান্তি দূর করার যথেষ্ট সময় না পাওয়াটা কিন্তু ভারতের বিপক্ষে যাবে।
ভারতীয় সমর্থকদের জন্য খুশির খবর। সেমিফাইনালে সন্দেশ ঝিঙ্গান খেলতে পারেননি। সন্দেশের বদলে সুযোগ পাওয়া আনোয়ার আলি দুর্দান্ত পারফর্ম করেন বটে। তবে ফাইনালের আগে সন্দেশ নির্বাসন কাটিয়ে ফেলেছেন। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় তাঁকে এক ম্যাচ নির্বাসিত হতে হয়। তবে ঝিঙ্গান ফিরলেও, টুর্নামেন্টে ইতিমধ্যেই দুইবার লাল কার্ড দেখা ভারতের কোচ ইগর স্তিমাচ কিন্তু এই ম্যাচেও দলের পাশে ডাগ আউটে থাকতে পারবেন না তিনি। অপরদিকে, অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) সেমিফাইনালে গোল করতে না পারলেও, গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন তিনি। তাঁর ফর্ম ভারতের জন্য একটা বড় ইতিবাচক দিক। গুরপ্রীতদের আত্মবিশ্বাস ও জমাট রক্ষণও দলকে ভরসা দেবে। তবে কুয়েত দুই দলের গত ম্যাচেই শেষ পর্যন্ত টিকে থেকে ড্র আদায় করে নিয়েছিল। তাই আগেভাগে কিন্তু কিছুই বলা সম্ভব নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -