বেঙ্গালুরু: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) লড়াই। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আয়োজিত হবে গোটা টুর্নামেন্টটি। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে ভারতীয় দল (Indian Football Team)। প্রতিপক্ষ, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan)।
দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে ভারতে আসার ভিসা পেয়ে গিয়েছে পাকিস্তান ফুটবল দল। উল্লেখ্য, গত রবিবার বেঙ্গালুরুতে নামার কথা ছিল পাকিস্তান ফুটবল দলের। এই বিষয়ে পাকিস্তান সরকারও ছাড়পত্র দিয়ে দিয়েছিল দলকে। কিন্তু ফুটবলারদের ভিসা সমস্যা না মেটায় ভারত সফর পিছিয়ে যায় গোটা দলের। অবশেষে ভিসা সমস্য়া মিটে যাওয়ায় এবার ভারতে আসতে চলেছে পাক ফুটবল দল। এই মুহূর্তে মরিশাসে রয়েছে তারা। বুঝবার সন্ধে ৭.৩০ থেকে ম্যাচ। যত দ্রুত সম্ভব ভারতে আসার চেষ্টা করছে পাক দল। সেক্ষেত্রে ভারতে পা রেখেই হয়ত ম্য়াচ খেলতে নামতে হবে পাকিস্তান ফুটবল দলকে। সেভাবে অনুশীলনের সময় পাবেন না তাঁরা।
অপরদিকে, ভারতীয় দল সদ্যই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে। ফাইনালে লেবাননকে ২-০ স্কোরলাইনে পরাজিত করে ব্লু টাইগার্সরা। গোটা টুর্নামেন্টে একটিও গোল হজম না করেই দুরন্ত রক্ষণে ভর করে খেতাব ঘরে তুলেছেন সুনীল ছেত্রীরা। তাই স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল। তাই ম্যাচ শুরুর আগে অন্তত খালায়, কলমে খানিকটা হলেও এগিয়ে ভারতীয় দল।
প্রসঙ্গত, ৪ জুলাই পর্যন্ত চলা এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতীয় দল কুয়েত নেপাল এবং পাকিস্তানের সঙ্গে গ্রুপ 'এ'-তে রয়েছে। অপরদিকে, গ্রুপ 'বি'-তে লেবানন, মলদ্বীপ, ভূটান ও বাংলাদেশ রয়েছে। ভারতীয় দলই নিজেদের গ্রুপে ফিফা ব়্যাঙ্কিংয়ের বিচারে সবার উপরে রয়েছে। ভারত ১০১, কুয়েত ১৪৩, নেপাল ১৭৪ ও পাকিস্তান সবার পিছনে ১৯৫ নম্বরে রয়েছে। গতবার ২০২১ সালে কিন্তু ফাইনালে পৌঁছছিল নেপাল। তাই এই গ্রুপে প্রথম দুই স্থান দখলের লড়াইটা বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।
আটটি দল প্রথমে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে। গ্রুপপর্বে শীর্ষে শেষ করা দুই দলই সেমিফাইনালের ছাড়পত্র পাবে। ১ জুলাই সেই সেমিফাইনালগুলি আয়োজিত হবে। ৪ জুলাই টুর্নামেন্টের ফাইনাল। ভারতীয় দলই এই টুর্নামেন্ট সর্বোচ্চ আটবার জিতেছে। মলদ্বীপ দুইবার খেতাব জিতেছে। আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের দখলে একটি করে খেতাব জেতার কৃতিত্ব রয়েছে। ৪ জুলাই কার হাতে খেতাব জেতে এবার সেটাই দেখার বিষয়।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: লেখার দক্ষতা বাড়াতে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে?