মুম্বই: আবার শিরোনামে সাইনা নেহওয়াল (Saina Nehwal)। ব্যাডমিন্টন (Badminton) কেরিয়ার প্রায় শেষের দিকে। কিন্তু গত প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) সময় খবরে এসেছিলেন তিনি। এবার ফের একবার আলোচনার কেন্দ্রে। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। সেই পদক নাকি উপহার দেওয়া হয়েছিল তাঁকে। সোশ্য়াল মিডিয়ায় এই বার্তা তুলে অনেকেই ট্রোল করছিলেন সাইনাকে। তার পাল্টা এবার মুখ খুললেন ৩৪ বছরের এই তরুণী শাটলার। 


উল্লেখ্য, বিনেশ ফোগত প্যারিস অলিম্পিক্সের কুস্তির ফাইনালে জায়গা করে নেওয়ার পরের দিনই ছিটকে গিয়েছিলেন। ওজন বিতর্কে বাতিল হতে হয়েছিলেন বিনেশ। এরপরই সাইনা এক মন্তব্য করেছিলেন যে, ''একজন ক্রীড়াবিদ হিসেবে আমারও খারাপ লাগছে। তবে বিনেশ তাঁর প্রথম অলিম্পিক্স খেলছে এমনটা তো নয়, এটা তাঁর তৃতীয় অলিম্পিক্স। একজন ক্রীড়াবিদ হিসেবে, তাকে অবশ্যই নিয়মগুলি জানতে হবে। এমনকী ওঁর সঙ্গে একটা গোটা দল রয়েছে। ওঁর কোচ, স্টাফরা বিষয়টির দিকে লক্ষ্য রাখলেন না কেন?'' এই মন্তব্যের পরই সাইনাকে লক্ষ্য করে আক্রমণের তীর ধেয়ে আসতে থাকে। অনেকেই বলেন যে, ''লন্ডন অলিম্পিক্সে তো আপনাকে ব্রোঞ্জ পদক উপহার দেওযা হয়েছিল।''


এবার সাইনা তাঁদের উদ্দেশে বললেন, "আরে, আগে তো অলিম্পিক্সের মত মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে দেখাও।'' কিন্তু এমন কমেন্ট হঠাৎ করতে হল কেন? আসলে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। তৃতীয় স্থান অধিকারের সেই ম্য়াচে চিনের ওয়াং জিনের বিরুদ্ধে জিতেছিলেন। ম্য়াচের প্রথম গেমে কিন্তু সাইনা ১৮-২১ ব্য়বধানে হেরে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় গেমের সময় চিনের প্রতিযোগী চোটের জন্য খেলা ছেড়ে দেওয়ায় শেষ পর্য়ন্ত সাইনাকে ব্রোঞ্জ জয়ী হিসেবে ঘোষণা করা হয়। এরজন্যই অনেকে তাঁকে বলছেন যে, ব্রোঞ্জপদক উপহার দেওয়া হয়েছে।


উল্লেখ্য, কিছুদিন আগে সাইনা জানিয়েছেন, হাঁটুর সমস্যা ভোগাচ্ছে তাঁকে। হাঁটুর ব্যথার জন্য প্র্যাক্টিস করতে পারছেন না। চোটের জন্য এই বছরের শেষে অবসর নেওয়ার কথাও ভাবছেন সাইনা।


প্যারিস অলিম্পিক্সে ভারতের শেফ দ্য মিশন গগন নারাঙ্গের পডকাস্টে সাইনা বলেছেন, 'হাঁটুর অবস্থা একেবারেই ভাল নয়। আমার  আর্থ্রাইটিস রয়েছে। কার্টিলেজের অবস্থাও বেশ খারাপ। ৮-৯ ঘণ্টা প্র্যাক্টিস করা ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এভাবে বিশ্বের সেরা খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানাব কী ভাবে? আমার মনে হয় এটা মেনে নিতেই হবে। বিশ্বের সেরা প্লেয়ারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ২ ঘণ্টার প্র্যাক্টিসে হবে না। তাতে আশাপ্রদ ফলও হবে না।'