নয়াদিল্লি: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় কুস্তির রানি সাক্ষী মালিক। এ বছরই তিনি বিয়ে করছেন। জীবনসঙ্গীও কুস্তিগির। তবে তাঁর নাম এখনই বলতে নারাজ সাক্ষী।

 

রিও অলিম্পিক থেকে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন সাক্ষী। অসাধারণ লড়াই করে কুস্তির ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন তিনি। দেশে ফেরার পর বিপুল সংবর্ধনা, আর্থিক পুরস্কার পেয়েছেন। আজ ক্রীড়াদিবসে খেলরত্ন সম্মানও পাচ্ছেন।

 

সাক্ষী এখন রীতিমতো তারকা। কিছুদিন আগেও মেয়ে হয়ে কুস্তি লড়ার জন্য তাঁকে অনেকের কটাক্ষ সহ্য করতে হয়েছে। কিন্তু সাফল্য পাওয়ার পর সবাই ধন্য ধন্য করছেন। রিওর পদক অবশ্য সাক্ষীকে বদলাতে পারেনি। তিনি সাধারণ ভারতীয় মেয়েদের মতোই সুখে সংসার করতে চান। সাক্ষীর আশা, বিয়ের পরে কুস্তি লড়াইয়ে স্বামীর সাহায্য পাবেন। দেশবাসীর শুভকামনা নিয়েই নতুন জীবনে প্রবেশ করবেন সাক্ষী।