৩৪ বছরের সানা পাকিস্তানের মহিলা ক্রিকেট দলকে টি ২০ এবং ৫০ ওভার-উভয় বিশ্বকাপেই নেতৃত্ব দিয়েছেন। টিম ম্যানেজমেন্টের তাঁকে টি ২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সানা খুব একটা ভালোভাবে নিতে পারেননি বলেই মনে করা হচ্ছে।
টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের পর গত রবিবার সানা একটি ট্যুইট করেন। তাঁর ওই ট্যুইট ঘিরে বেশ জল্পনা ছড়িয়েছে পাক ক্রিকেট মহলে। তিনি ট্যুইট করেছেন, 'জোকারের মতো অভিনয়ের জন্য কোনও জোকারকে দোষারোপ করা ঠিক নয়। নিজের কাছেই জানতে চাওয়া উচিত, কেন সার্কাসে যাই'।
এই তীর্যক ট্যুইটের মাধ্যমে পাক মহিলা স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে নিজের প্রতিক্রিয়া সানা সাফ করেছেন বলে কেউ কেউ মনে করছেন।
মুখ্য নির্বাচক মুমতাজ বলেছিলেন, মহিলাদের টি ২০ বিশ্বকাপে স্কোয়াড বাছাই সহজ কাজ ছিল না। অনেকেই দলে জায়গা পাওয়ার দাবিদার। যাঁরা বাদ পড়েছেন, তাঁরা হতাশ হবেন। কিন্তু বাদ পড়াটাই তাঁদের কাছে ফিরে আসার জন্য প্রেরণা হয়ে ওঠা দরকার।