কলকাতা: বেশ কয়েক মরশুম পরে ফুটবলে শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হারিয়েছে। এবার ক্রিকেটেও বাড়তি নজর ইস্টবেঙ্গলের। ফুটবলে স্পনসর রয়েছে। এবার ক্রিকেট টিম পেল স্পনসর।


আসন্ন মরশুমের জন্য ক্রিকেট টিম ঢেলে সাজিয়েছে ইস্টবেঙ্গল। একঝাঁক দক্ষ ক্রিকেটারকে সই করানো হয়েছে। দল গঠনে মূলত জোর দেওয়া হয়েছে অলরাউন্ডার নেওয়ায়। কলকাতা ক্লাব ক্রিকেট তথা বাংলার অন্যতম সফল কোচ আব্দুল মোনায়েমকে ইস্টবেঙ্গলের দায়িত্বে আনা হয়েছে। মেন্টর হিসেবে রয়েছেন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। স্পনসর মিলতেই আরও বড় চম দিল লাল-হলুদ শিবির। দলের চিফ মেন্টর করা হল কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের অন্যতম ক্রিকেটারকে।


সোমবার শহরের এক হোটেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে স্পনসর ঘোষণা হয়। তিন মরসুমের জন্য ইস্টবেঙ্গলের ক্রিকেট টিমের স্পনসর হিসেবে চুক্তি হয়েছে ‘শ্রাচি গ্রুপ’-এর সঙ্গে। ইস্টবেঙ্গলের এক ঝাঁক প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, ১৯৮৩ বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য সন্দীপ পাটিল, কিংবদন্তি ঝুলন গোস্বামী সহ অনেকেই।


ইস্টবেঙ্গল ক্রিকেট দলের চিফ মেন্টর করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিলকে। দেশের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ঝুলন গোস্বামী ও এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রাজীব দত্ত, ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের পরামর্শদাতা হিসেবে থাকবেন। ঝুলন জানান, সিএবি মহিলা ক্রিকেট লিগ শুরু করার উদ্যোগ নিয়েছে। সেই লিগে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে মহিলা ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ পাটিল। সামনেই ওয়ান ডে বিশ্বকাপ। ভারতের বিশ্বজয়ের সম্ভাবনা প্রসঙ্গে সন্দীপ বলেছেন, 'ভারত বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে ভারতীয় দলে ভারসাম্য রয়েছে।' শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন আর অশ্বিন। অক্ষর পটেল সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি। অক্ষরের পরিবর্তে অশ্বিনের দলে জায়গা পাওয়া প্রসঙ্গে সন্দীপ পাটিল বলছেন, 'একদম সঠিক সিদ্ধান্ত। অশ্বিনের মতো অভিজ্ঞ এই মুহূর্তে আর কেউ নেই। তাই অক্ষরের পরিবর্তে অশ্বিনকে দলে নেওয়ায় সঠিক সিদ্ধান্তই নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।'



বিশ্বকাপের বল গড়ানোর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। তিনি কি ভবিষ্যতের বিরাট কোহলি হয়ে উঠতে পারবেন? সন্দীপের জবাব, 'বিরাট যে উচ্চতায় পৌঁছে গিয়েছে তাতে এখনই বলা সম্ভব নয়, কোহলির জায়গা নিয়ে নেবে শুভমন। তবে শুভমন নিঃসন্দেহে প্রতিভাবান ব্যাটসম্যান। ওর কাছ থেকে প্রত্যাশা রয়েছে দেশের।' বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট কারা?
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডকে বেছে নিয়েছেন পাটিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?