নিউ ইয়র্ক: চিনের শুয়াই পেংকে সঙ্গী করে ইউএস ওপেনে মহিলা ডাবলসের সেমি-ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা। এ বছর এই প্রথম তিনি কোনও গ্র্যান্ডস্ল্যামের শেষচারে পৌঁছে গেলেন। চতুর্থ বাছাই ইন্দো-চিনা জুটি হারিয়ে দিয়েছেন হাঙ্গেরির টিমিয়া ব্যাবোস ও চেক প্রজাতন্ত্রের আন্ডেরা হাভাকোভাকে। সানিয়াদের পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৫), ৬-৪। এক ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে জয় পেয়েছেন সানিয়ারা।
এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নেন সানিয়া। ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডে তাঁর লড়াই শেষ হয়ে যায়। তবে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এই হায়দরাবাদি টেনিস তারকা। সেমি-ফাইনালে সানিয়া-পেংয়ের সামনে মার্টিনা হিঙ্গিস ও ইয়ুং জ্যান চ্যান। উইম্বলডনে প্রাক্তন পার্টনার মার্টিনার কাছে হেরে গিয়েছিলেন সানিয়া। এবার তাঁর বদলা নেওয়ার পালা।
ইউএস ওপেনে মহিলা ডাবলসের শেষচারে সানিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2017 05:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -