লন্ডন: দীর্ঘ বিরতির পর গ্র্যান্ড স্ল্য়ামে নেমেই জয়। উইম্বলডনে খেলতে নেমেই চমক দেখালেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। উইম্বলডনের (Wimbledon) ডবলসে খেলতে নেমে শুধু দুরন্ত জয়ই পেলেন না সানিয়া মির্জা ও তাঁর মার্কিন সঙ্গী বেথানি মাটেক স্যান্ডস, হারালেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাইদের। স্ট্রেট সেটে ডেসারে ক্রজ়িক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে হারালেন সানিয়া মির্জারা। দীর্ঘ দিন পর কোর্টে ফিরে জয় পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলেন ভারতীয় টেনিস সুন্দরী।
উইম্বলডনে ফিরেই জয়ের মুখ দেখলেন সানিয়া। বৃহস্পতিবার তিনি বেথানি মাটেক স্যান্ডসকে নিয়ে জিতলেন মহিলা ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচ। সানিয়া-বেথানি জুটি ৭-৫, ৬-৩ স্ট্রেট সেটে হারান অ্যালেক্সা গুয়ারাচি এবং ডেসারে ক্রজ়িক জুটিকে। ম্যাচ চলেছে এক ঘন্টা ২৮ মিনিট।
পুত্রসন্তান জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নামলেন সানিয়া। তাও ভালো কিছু করে দেখানোর জন্য মরিয়া ছিলেন হায়দরাবাদী টেনিস তারকা। বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন সানিয়া ও তার মার্কিন সঙ্গী। প্রথম সেটে কিছুটা লড়াই করেছিলেন ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি। কিন্তু শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে প্রথম সেট জেতেন সানিয়া ও বেথানি। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি সানিয়া-বিথ্য়ানি জুটি। ৬-৩ ব্যবধানে জিতে ম্যাচ পকেটে পুড়ে নেন তাঁরা।
আগামী মাসেই টোকিও অলিম্পিক্সে নামবেন সানিয়া। সেখানে তাঁর সঙ্গী ভারতেরই অঙ্কিতা রায়না। ফলে উইম্বলডন সানিয়ার কাছে গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে। অঙ্কিতা নিজেও উইম্বলডনে মহিলা ডাবলসে খেলছেন লরেন ডেভিসকে সঙ্গে নিয়ে।
সন্তান জন্মের পর এ বছর জানুয়ারিতে হোবার্ট আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে জিতেছিলেন সানিয়া। তার আগে দীর্ঘদিন তিনি কোর্টের বাইরে ছিলেন। তবে উইম্বলডনের প্রথম রাউন্ডে নিজস্ব ছন্দে পাওয়া গিয়েছে ভারতের মহিলা টেনিসের অন্যতম সেরা খেলোয়াড়কে। কয়েকদিন ধরেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রস্তুতির ছবি ও ভিডিও পোস্ট করছিলেন। কড়া অনুশীলনের পরেই উইম্বলডনে নেমেছেন পাক ক্রিকেটার শোয়েব মালিকের ঘরণী।