মুম্বই: সময়, ধৈর্য্য, কঠোর পরিশ্রম, ত্যাগ ও বিশ্বাস, স্বামীর বিরবণ দিতে এই শব্দগুলোই ব্যবহার করেছেন সানিয়া মির্জা। শোয়েব মালিকের ভিডিও পোস্ট করে এই কথাগুলোই লিখলেন টেনিস তারকা।

টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ১০ হাজার রান করা এশিয়ান ক্রিকেটার তিনিই। ক্রিস গেইল ও কায়রন পোলার্ডের পর টি টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করা বিশ্বের তৃতীয় ক্রিকেটার শোয়েব মালিক। শনিবার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ বলে ৭৪ রান করেন শোয়েব।



একটি সাক্ষাৎকারে শোয়েব বলেন, 'আমি পাকিস্তানের সমস্ত মানুষকে অভিনন্দন জানাতে চাই। প্রথম ১০ হাজার রান করা এশিয়ান ক্রিকেটার পাকিস্তানের। আমি আমার মা-বাবা স্বপ্নপূরণ করব। যদি আমার বাবা বেঁচে থাকলে খুশি হতেন। আমি যেখানেই যাই প্রত্যেক ম্যাচের আগে আমি আমাার মা-কে স্মরণ করি।'



তিনি তাঁর সমস্ত অনুরাগীদেরও ধন্যবাদ জানিয়েছেন।