ক্রিকেটে হার, হকিতে জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন সানিয়া মির্জার
তিনি লিখেছেন, ক্রিকেটে ভারত হেরেছে। কিন্তু হকিতে পাকিস্তানের বিরুদ্ধে আমরা জিতেছি। এজন্য ভারতীয় দলকে অভিনন্দন।উল্লেখ্য, ওয়ার্ল্ড হকি লিগের সেমিফাইনালে পাকিস্তানকে ৭-১ গোলে হারিয়ে দিয়েছে ভারত।সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য পাক দলকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। সানিয়া বলেছেন, খেলা সব কিছু মিলিয়ে দেয়।
উল্লেখ্য, সানিয়া পাক তারকা ব্যাটসম্যান শোয়েব মালিকের স্ত্রী।
আইসিসি টুর্নামেন্টের কোনও ফাইনালে আর কোনও দল এত বেশি রানে জিততে পারেনি।
পাকিস্তানের ৩৩৯ রানের পাহাড়-প্রমাণ রান তাড়া করতে নেমে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৩০.৩ ওভারে ১৫৮ রানে অল আউট হয়ে যায় ভারত।
পাকিস্তানের দুরন্ত পারফরম্যান্সের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গতবারের জয়ী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।
পাকিস্তানের এই জয়ের পর ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ট্যুইট করে নিজস্ব মন্তব্য জানিয়েছেন।