করাচি: ট্যুইটারে এক ব্যক্তির মন্তব্যের জবাব দিতে গিয়ে স্বামী শোয়েব মালিককে বাচ্চা ছেলে বলে উল্লেখ করলেন সানিয়া মির্জা। তিনি শোয়েবের দীর্ঘজীবন কামনাও করেছেন। সানিয়ার এই মন্তব্যে স্পষ্ট, শোয়েবের প্রতি তাঁর ভালবাসা যথেষ্ট পরিমাণে আছে।



সোশ্যাল মিডিয়ায় এর আগেও শোয়েবের পক্ষে মুখ খুলেছেন সানিয়া। এবার ড্যানিয়েল আলেকজান্ডার নামে এক ব্যক্তির ট্যুইটের জবাবে ফের শোয়েবের পাশে দাঁড়ালেন সানিয়া। গতকাল করাচিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-২০ ম্যাচ চলাকালীন ড্যানিয়েল ট্যুইট করে বলেন, শোয়েব ও শাহিন শাহ আফ্রিদি একই দলে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েবের অভিষেক হয় ১৯৯৯ সালের ১৪ অক্টোবর। শাহিনের জন্ম হয় ২০০০ সালের ৬ এপ্রিল। এরই জবাবে সানিয়া লেখেন, ‘আমার স্বামী এখনও স্প্রিং চিকেন।’