সন্তান ইঝানের জন্মের পর প্রায় দুই বছর কোর্টের বাইরে ছিলে সানিয়া। কোর্টে ফিরে অলিম্পিকের বছরটা দারুণভাবে শুরু করলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ওয়ার্মআপ খুব ভালো ভাবে সেরে নিলেন তিনি।
২০০৭-এ মার্কিন জুটি বেথানি মাট্টেক স্যান্ডসের সঙ্গে জুটি বেঁধে প্রথম ডব্লুটিএ ডাবলস ট্রফি জিতেছিলেন সানিয়া। শনিবার ৪২ তম ডব্লুটিএ ডাবলস ট্রফি জিতলেন তিনি। ২০১৮ ও ২০১৯-এ তিনি ডব্লুটিএ সার্কিটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এই সময়টা সন্তান ইঝানকে নিয়েই পুরোপুরি ব্যস্ত ছিলেন তিনি।
চিনা জুটির বিরুদ্ধে ফাইনালে শুরুটা দারুন করেছিলেন সানিয়া ও নাদিয়া। পরের গেমেই অবশ্য নিজেদের সার্ভিস নষ্ট করেন। ফলাফল যখন ৪-৪, ৪০-অল, তখনই সানিয়ারা গুরুত্বপূর্ণ ব্রেক পেয়ে যান ও প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যান। প্রথম সেটটা সহজেই জিতে নেন তাঁরা। দ্বিতীয় সেটে চিনের জুটিকে পিছনে ফেলে শুরুতেই এগিয়ে যান তাঁরা। শেষ পর্যন্ত এই সেট জিতে তাঁরা চ্যাম্পিয়ন হন।