লখনউ: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সুযোগ না পাওয়ায় তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (IND vs SA ODI) দলে সুযোগ পেয়েছেন সঞ্জু (Sanju Samson)। আর দলে সুযোগ পেয়েই নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন ভারতীয় তারকা কিপার ব্যাটার। নিজের কেরিয়ারের সর্বোচ্চ ওয়ান ডে রানের ইনিংসটি খেললেন সঞ্জু।
উপেক্ষার জবাব?
৪০ ওভারে ২৫০ রান তাড়া করতে নেমে ৫১ রানে চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারত। সেই পরিস্থিতি থেকেই শ্রেয়স আইয়ারের অর্ধশতরান ও সঞ্জু স্যামসনের অপরাজিত ৮৬ রানের ইনিংসের সুবাদে ভারত শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল। এমনকী শেষ ওভারে ৩০ রান বাকি থাকলেও, তখনও হাল ছাড়েননি সঞ্জু স্যামসন। তবে শামসির বিরুদ্ধে ৪০তম ওভারে ২০ রানের বেশি তুলতে পারেননি তিনি। স্যামসনের দুরন্ত ইনিংস সত্ত্বেও অবশ্য ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। নয় রানের প্রথম ওয়ান ডে হারে ভারত। তবে নিজের সর্বোচ্চ ওয়ান ডে স্কোর করে অনবদ্য লড়াইয়ে সকলেরই মন জিতলেন স্যামসন।
স্যামসন-শ্রেয়সের লড়াই
এদিন ভারতের শুরুটা একেবারেই ভাল হয়নি। ভারতের দুই ওপেনার শুভমন গিল ও শিখর ধবন যথাক্রমে চার ও তিন রানে সাজঘরে ফেরেন। আট রানেই দুই উইকেট হারায় ভারত। রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণ ভারতকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। মন্থর গতিতে হলেও ৪০ রান যোগ করেন তাঁঁরা। তবে পর পর ওভারে ১৯ রানে রুতুরাজ ও ২০ রানে ঈশান সাজঘরে ফেরেন। ৫১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে অক্সিজেন প্রদান করেন শ্রেয়স আইয়ার। আগ্রাসী ব্যাটিংয়ে প্রোটিয়া দলকে চাপে ফেলেন শ্রেয়স।
তবে দুর্ভাগ্যবশত ৩৭ বলে ৫০ রান করেই ফেরেন শ্রেয়স। এরপর শার্দুল ও সঞ্জু স্যামসনের লড়াই শুরু। ষষ্ঠ উইকেটে দুইজনে ৯৩ রান যোগ করেন। শার্দুল ৩৩ রানে ফিরলেও, লড়াই চালিয়ে যান সঞ্জু স্যামসন। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। শেষ ওভারে ভারতের জয়ের জন্য ৩০ রান প্রয়োজন ছিল। তা সত্ত্বে লড়াই করেন সঞ্জু। তবে তাবরেজ শামসির বিরুদ্ধে ২০ রানের বেশি করতে পারেননি ভারতীয় তারকা। শেষমেশ ২৪১ রানেই থামে ভারতের ইনিংস। সঞ্জু ৮৬ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নিয়ে সফলতম বোলার লুঙ্গি এনগিডি।
: