নয়াদিল্লি: বিশ্বরেকর্ড গড়লেন ভারতের তারকা শাটলার সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy)। ব্য়াডমিন্টনের ইতিহাসে সর্বকালের দ্রুততম শট মেরে গিনেস বুকে (Guinness World Record) নাম লিখিয়ে ফেললেন সাত্ত্বিক। চলতি কোরিয়া ওপেনে (Korea Open) নিজের ডাবলস ম্যাচ চলাকালীনই এই বিশ্বরেকর্ড গড়া শটটি মারেন। তাঁর শটের গতি ছিল প্রতি ঘণ্টায় ৫৬৫ কিমি। ট্যান বুনের এক দশক পুরোনো রেকর্ড ভাঙলেন সাত্ত্বিক। এতদিন পর্যন্ত মালয়েশিয়ান শাটলার ট্যান বুনের ৪৯৩ কিমি প্রতি ঘণ্টায় মারা শটই ব্যাডমিন্টন ইতিহাসের দ্রুততম ছিল। তবে সেই রেকর্ড ভেঙে দিলেন সাত্ত্বিক।


কমনওয়েল স্বর্ণপদকজয়ীর শটটির গতি ঠিক কতটা ছিল, তা একটি পরিসংখ্যানই প্রমাণ করে দেয়। ফর্মুলা ওয়ান গাড়ির সর্বোচ্চ গতি ৩৭২.৬ কিমি প্রতি ঘণ্টা। অর্থাৎ সাত্ত্বিকের এই শটটি ফর্মুলা ওয়ানের সর্বোচ্চ গতির থেকেও বেশি। প্রসঙ্গত, কিছুদিন আগেই কানাডা ওপেনে পুরুষদের সিঙ্গেলসে দ্রুততম শট মেরেছিলেন আরেক ভারতীয় শাটলার লক্ষ্য সেন। তিনি ৪২০ কিমি প্রতি ঘণ্টা বেগে নিজের শট মেরেছিলেন। মহিলাদের দ্রুততম শট মারার কৃতিত্ব রয়েছে ট্যান পার্লির দখলে। তিনি ৪৩৮ কিমি প্রতি ঘণ্টায় শট মেরেছিলেন।


প্রসঙ্গত, কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডে জয় পেয়েছন ভারতীয় তারকা শাটলার জুটি সাত্ত্বিক ও চিরাগ শেট্টি। তাইল্যান্ডের সুপাক জমকো ও কিট্টিনুপং কেদ্রেন জুটিকে পরাজিত করেন ভারতীয় তারকারা। ৩২ মিনিটের ম্যাচে তাঁরা জয় পান। প্রসঙ্গত, মাসখানেক আগেও সাত্ত্বিক ও চিরাগ ভারতীয় হিসাবে ইতিহাস গড়েছিলেন। মালয়েশিয়ার অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করে ইন্দোনেশিয়া ওপেন জেতেন ভারতের তারকা শাটলাররা। 


সাত্ত্বিক-চিরাগ বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে হারান।  প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০ জিতে ইতিহাস গড়লেন সাত্ত্বিক ও চিরাগ। এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকেই ভারতীয় জুটি ভাল ফর্মে রয়েছেন। তাই তাঁদের নিয়ে ভারতীয় সমর্থকরা আশায় বুক বাধছিলেনই। তাঁদের আশাহত করেননি সাত্ত্বিক-চিরাগ। বিশ্বচ্যাম্পিয়ন চিয়াদের বিরুদ্ধে এর আগে আট সাক্ষাৎকারের আটটিতেই পরাজিত হয়েছিল ভারতীয় শাটলার জুটি। কিন্তু অবশেষে নবম ম্যাচে মিলল সাফল্য। নিজেদের পরিকল্পনামাফিক খেলেই কাঙ্খিত জয় এসেছে বলে মনে করছেন চিরাগ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সকালের জলখাবারে যোগ করুন নারকেল জল, পাবেন একাধিক উপকার