নয়াদিল্লি: এবারের আইপিএল-এর সূচি প্রকাশিত হল আজ। সংযুক্ত আরব আমিরশাহিতে আটটি দলই প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবারের আইপিএল সম্পর্কে নিজের ভাবনার কথা জানালেন দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটসম্যান শিখর ধবন।

এই বাঁ হাতি ব্যাটসম্যান জানিয়েছেন, ‘এবারের আইপিএল-এর শেষদিকে পিচ মন্থর হয়ে যেতে পারে। ফলে রান করা সহজ হবে না। সংযুক্ত আরব আমিরশাহিতে পিচের চরিত্রের উপর ব্যাটসম্যানদের পারফরম্যান্স নির্ভর করবে। যেহেতু তিনটি মাঠেই খেলা হবে এবং আমাদের খুব বেশি দূরত্বে যাতায়াত করতে হবে না, ক্লান্তি দূর করার জন্য বেশি সময় পাওয়া যাবে। এটা ক্রিকেটারদের পক্ষে ভাল।’

ধবন আরও জানিয়েছেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে আমার কোনও ভয় নেই। তবে আমরা সুরক্ষাবিধি মেনেই চলছি। এখনও পর্যন্ত ৮-৯ বার আমাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তাছাড়া আমরা প্রয়োজন ছাড়া কোথাও যাচ্ছি না। সব ঠিক আছে, কোনও সমস্যা নেই। বায়ো বাবলের ফলে নতুন কারও সঙ্গে দেখা করা যাবে না, সীমিত জায়গাতেই যাওয়া যাবে। খুব বেশি কিছু করার সুযোগ নেই। এতে ফোকাস বাড়ে। ফলে এটা ক্রিকেটারদের পক্ষে ভাল।’

শ্রেয়স আয়ারের নেতৃত্বে খেলবেন ধবন। দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানের মতো সিনিয়র ক্রিকেটার। শ্রেয়সের কোনও সমস্যা হবে না তো? এই প্রশ্নের জবাবে ধবন বলেছেন, ‘শ্রেয়স ভালভাবেই নিজের কাজ করতে পারবে। রাহানে, অশ্বিন নিশ্চয়ই নিজেদের মতামত জানাবে। শ্রেয়স খোলামনে থাকে এবং সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করে। অশ্বিন, অমিত মিশ্র ও অক্ষর পটেল থাকায় আমাদের স্পিন বিভাগে ভারসাম্য আছে। ব্যাটিং বিভাগেও ভারসাম্য আছে। এবার গোটা দলেরই ভাল পারফরম্যান্স দেখিয়ে ট্রফি জেতা উচিত।’

২০ সেপ্টেম্বর কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে দিল্লি। দুবাইয়ে খেলবেন ধবনরা। এ বিষয়ে এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমি এর আগে দুবাইয়ে খেলেছি। এশিয়া কাপ খেলেছি, একবার ভারতীয় এ দলের হয়েও খেলেছি। এবার সব দলই একইরকম পরিবেশে খেলবে। ফলে কেউ বাড়তি সুবিধা পাবে না।’

বেশ কিছুদিন টেস্ট দলে সুযোগ পাননি ধবন। তবে তিনি প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী। হতাশ হচ্ছেন না এই ব্যাটসম্যান।