মুম্বই: ভারতের অধিনায়ক বিরাট কোহলি শীঘ্রই ফর্মে ফিরবেন বলে আশাবাদী বীরেন্দ্র সহবাগ। তিনি বলেছেন, ‘সব খেলোয়াড়েরই খারাপ সময় আসে। সচিন তেন্ডুলকরও প্রতি বছর একইভাবে খেলতে পারেননি। সংবাদমাধ্যমের প্রশ্নও সময়ের সঙ্গে বদলে যায়। সময় যেভাবে বদলায়, সেভাবেই ফর্মও বদলায়। খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসাটাই একজন ভাল খেলোয়াড়ের বৈশিষ্ট্য। কীভাবে ফর্মে ফিরতে হয়, সেটা বিরাট কোহলি জানে।’

এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ২৫০ রান করেছেন বিরাট। সর্বোচ্চ রান ৬৪। গড় ২৭-এর একটু বেশি। এটা মোটেই বিরাট-সুলভ ব্যাটিং নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাটের এই অফ ফর্ম নিয়ে অনেকেই চিন্তিত। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্রিকেটাররা আইপিএল-এ খেলায় ভারতের সমস্যা হতে পারে বলেও মনে করছেন অনেকে। তবে সহবাগ এই ভাবনার সঙ্গে একমত নন। তাঁর মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ভালই খেলবে।