নয়াদিল্লি: ক্রিকেটবিশ্ব তাঁকে চিনেছে বিধ্বংসী ব্যাটসম্যান হিসাবে। নিজের দিনে যিনি বিশ্বের যে কোনও দলের বোলিং আক্রমণকে খুন করতে পারতেন। ম্যাচ জেতাতে পারতেন একা হাতে। পাশাপাশি কঠিন পরিস্থিতিতেও তিনি নির্লিপ্তভাবে ব্যাট করে যেতে পারতেন।
সেই বীরেন্দ্র সহবাগ অবশ্য আন্তর্জাতিক কেরিয়ারের গোড়াতেই মেজাজ হারিয়ে বিপাকে পড়েছিলেন। আউট হয়ে গিয়েছিলেন দ্রুত। দল থেকে বাদও পড়েছিলেন।
১৯৯৯ সালের ১ এপ্রিল। মোহালিতে ওয়ান ডে অভিষেক হয়েছিল সহবাগের। প্রতিপক্ষ পাকিস্তান। যে কোনও তরুণের কাছে স্বপ্নের অভিষেক। সহবাগ ব্যাট করতে নেমেছিলেন সাত নম্বরে। তবে মাত্র ২ বল খেলে ১ রান করে আউট হয়ে যান।
সেই ম্যাচে সহবাগ ক্রিজে যাওয়ার সময় থেকেই তাঁকে স্লেজিং শুরু করেছিলেন শাহিদ আফ্রিদি। তাঁকে সঙ্গে দিয়েছিলেন ইমরান নাজিরও। আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য পা রাখা বীরুর কাছে ব্যাপারটা ছিল একেবারে নতুন। তৈরি ছিলেন না বিপক্ষের স্লেজিংয়ের জন্য। সংযম হারান তিনি। শোয়েব আখতারের বলে ভুল ব্যাট চালিয়ে এলবিডব্লিউ হয়ে যান।
সেই ম্যাচের পর দল থেকে বাদও পড়েছিলেন সহবাগ। প্রায় এক বছর পর তিনি প্রত্যাবর্তন ঘটান। তারপর অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি নজফগড়ের নবাবকে।
অভিষেক ম্যাচে আফ্রিদির স্লেজিংয়ে মেজাজ হারিয়ে আউট হন সহবাগ, কীভাবে, জানতে পড়ুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2020 09:12 AM (IST)
১৯৯৯ সালের ১ এপ্রিল। মোহালিতে ওয়ান ডে অভিষেক হয়েছিল সহবাগের। প্রতিপক্ষ পাকিস্তান।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -