এবার সেই বীরেন্দ্র সহবাগ সৌরভ গঙ্গোপাধ্যায় ও শেন ওয়ার্নের ছবি টুইটারে পোস্ট করেছেন। এজবাস্টনে ভারত-পাক ম্যাচ চলাকালীন কমেন্ট্রির ফাঁকে একটু ঘুমিয়ে নিচ্ছিলেন দুজনে। সৌরভ শুয়ে পড়েন মেঝেতে, ওয়ার্ন সোফায়।
ব্যস, পড়বি তো পড় বীরুর চোখে। আর যার কোথায়!
ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি।
সবই বীরুর সৌজন্যে।