নয়াদিল্লি : দেশবাসীকে দীপাবলীর উপহার দিয়েছে ভারতের হকি দল। পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ভারতীয় হকি দলকে নিজস্ব ভঙ্গিতে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেট তারকা বীরেন্দ্র সহবাগ। ট্যুইটারে অভিনন্দন বার্তায় পাকিস্তানকে কটাক্ষও করেছেন প্রাক্তন এই বিধ্বংসী ব্যাটসম্যান।
বীরুর ট্যুইট, ‘একদিন আগে শিখেছিলাম, মায়ের মমতা জয়ের পথ সহজ করে দেয়।আজ শিখলাম বাপ-বাপই হয়। হ্যাশট্যাগ-ভারত বনাম পাকিস্তান, হ্যাশট্যাগ নো মওকা মওকা’।





আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের একদিন আগে, ভারতের ক্রিকেট দল পঞ্চম তথা শেষ ম্যাচে জিতে নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে ৩-২ হারিয়ে দেয়। ওই ম্যাচে স্টার স্পোর্টস-এর নতুন ক্যাম্পেন নয়ি শোচ অনুযায়ী টিম ইন্ডিয়ার সব ক্রিকেটারই মায়ের নামে জার্সি পরে মাঠে নেমেছিলেন। এই বিষয়টিকেই ‘মায়ের মমতা’ হিসেবে উল্লেখ করেছেন।
গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় হকি দল। ২০১১ সালের পর এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল ভারত।