যুক্তরাষ্ট্র: টেনিসকে বিদায় জানাতে চলেছেন সেরিনা উইলিয়ামস (Serena Williams)? নিজের ইনস্টাগ্রাম পোস্টে কিংবদন্তি সেরিনা উইলিয়ামস নিজেই তাঁর অবসরের আভাস দিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় সর্বাধিক ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনা। তাঁর আগে শুধু রয়েছেন মার্গারেট কোর্ট। শেষবার ২০১৭ সালে অস্ট্রেলিয়া ওপেন জিতেছিলেন সেরিনা। নিজের বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ২৩ তম গ্র্যান্ডস্লাম ঝুলিতে পুরেছিলেন তিনি। সেই সময় সন্তানসম্ভবা ছিলেন সেরেনা। উল্লেখ্য, সেরেনার একটি ফুটফুটে কন্যাসন্তান রয়েছে। তার নাম অলিম্পিয়া।
সোশাল মিডিয়া পোস্টে অবসরের ইঙ্গিত দিয়েছেন সেরেনা
নিজের ইনস্টাগ্রাম পোস্ট সেরিনা লিখেছেন, ''জীবনে এমন একটি সময় আসে যখন আমাদের ভিন্ন ভাবনাচিন্তা শুরু করতে হয়। আপনি যখন কিছু ভালোবাসেন, তখন তা ছেড়ে অন্য কিছু সিদ্ধান্ত নেওয়া সবসময়ই কঠিন। আমি আমার টেনিস সবসময় উপভোগ করি। তবে এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমাকে একন নিজের মাতৃত্বের দিকটা লক্ষ্য রাখতে হবে। সেখানে মন দিতে হবে। নতুন কিছু আবিষ্কার করতে চাই। তার জন্য হয়ত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমি সিদ্ধান্ত নেব।''
ক্রিস এভার্ট এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন যে, ''সেরিনা সবসময়ই কিংবদন্তি। যদি ওঁ আর কোনও গ্র্যান্ডস্লাম নাও জেতে। যদিও মার্গারেট কোর্টকে ছাপিয়ে যেতে নাও পারে, তবুও আমি বলব যে সেরেনা উইলিয়ামস একজন কিংবদন্তিই থাকবেন।''
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে পেশাদার টেনিস প্লেয়ার হিসেবে খেলে আসছেন সেরিনা। ২০১৯ সালে তিনি ফোবর্সের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ তালিকায় ৬৩ তম স্থান অর্জন করেন। এছাড়াও উইলিয়ামস তার বোন ভেনাসের সাথে একত্রে ১৪ টি গ্র্যান্ড স্লাম যৌথ শিরোপা জিতেছেন।
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন প্রাক্তন আম্পায়র রুডি কার্টসন