ওয়াশিংটন : হ্যামস্ট্রিংয়ে চোট। পরের সপ্তাহ থেকে শুরু হতে চলা ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা উইলিয়ামস। বুধবার নাম প্রত্যাহারের কথা ইনস্টাগ্রাম পোস্টে জানান ২৩ বারের গ্রান্ড স্ল্যাম জয়ী সেরেনা। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ভাল করে ভাবন-চিন্তা করে ও আমার চিকিৎসক ও মেডিক্যাল টিমের পরামর্শমতো সিদ্ধান্ত নিয়েছি, ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেব। ছিড়ে যাওয়া হ্যামস্ট্রিং থেকে সেরে ওঠার জন্য নিজের শরীরকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।


ইউএস ওপেনে খেলতে দেখা যাবে না রজার ফেডেরারকেও। হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচারের পর কোর্টে ফিরতে অনেকটাই সময় লাগবে। তাই আসন্ন টুর্নামেন্টে তাঁকে দেখতে পাওয়া যাবে না। নিজের ইনস্টাগ্রামে সেই কথা নিজেই জানান সুইস টেনিস সম্রাট। 


এর আগে চলতি বছরের ফরাসি ওপেন থেকেও নাম তুলে নিয়েছিলেন রজার। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে ওঠার পরই নাম তুলে নেন তিনি। এবারের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে জার্মানির ডমিনিক কোয়েফারকে হারিয়ে দেন ফেডেরার। সেই ম্যাচে তিনি দুর্দান্ত লড়াই করেন। চতুর্থ রাউন্ডের ম্যাচে ইতালির ম্যাতিও বেরেত্তিনির মুখোমুখি হওয়ার কথা ছিল ফেডেরারের। কিন্তু তার আগেই সরে যান তিনি। 


ইউ এস ওপেনে খেলছেন না রাফায়েল নাদালও। গত শুক্রবার তিনি জানিয়ে দেন, বাঁ পায়ে চোটের জন্য এবারের মরশুম নির্দিষ্ট সময়ের আগেই শেষ করে দিতে বাধ্য হচ্ছেন। ট্যুইট করে তিনি জানান, ‘আমি আপনাদের জানিয়ে দিতে চাই, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ২০২১ মরশুম শেষ করে দিতে হচ্ছে।’


নাদাল বেশ কিছুদিন ধরেই চোট-আঘাতে ভুগছেন। ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে যান তিনি। চোটের জন্যই সিনসিনাটি মাস্টার্স ও কানাডিয়ান ওপেনে খেলতে পারেননি নাদাল। এবার ইউ এস ওপেন থেকেও সরে দাঁড়াতে হয় ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে। কার্যত তারকাহীন হয়ে পড়ছে এবারের ইউএস ওপেন।