দুবাই: শাহিদ আফ্রিদি অবসর নিয়েছেন। তবে অপর এক আফ্রিদিকে পেয়ে গেল পাকিস্তান। শাহিন আফ্রিদি নামে ১৭ বছরের এই ক্রিকেটার বাঁ হাতি পেসার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহৌর কলন্দর্সের হয়ে মুলতান সুলতানসের বিরুদ্ধে মাত্র চার রান দিয়ে পাঁচ উইকেট নিলেন শাহিন। তাঁর এই অসাধারণ পারফরম্যান্স দেখে শাহিদ আফ্রিদিও মুগ্ধ। রামিজ রাজা, ব্র্যান্ডন ম্যাকালামও এই তরুণের প্রশংসা করছেন।



সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন শাহিন। এবার পিএসএল-এও তিনি চমক দেখাচ্ছেন। এই প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন তিনি। ৩.৪ ওভার বল করে একটি মেডেন ওভারও নেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই বোলার।



কিংবদন্তী ওয়াসিম আক্রমকে আদর্শ করে বেড়ে ওঠা শাহিন পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা কাইদ-ই-আজম ট্রফিতে অভিষেক ম্যাচে ৩৯ রান দিয়ে আট উইকেট নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে এটাই কোনও পাকিস্তানি বোলারের সেরা পারফরম্যান্স।