নয়াদিল্লি: ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাটে তিনি ধারাবাহিকভাবে রান করে চলেছেন। তাঁর সঙ্গে প্রত্যেক মুহূর্তে তুলনা হচ্ছে বিরাট কোহলির। তবে কোহলিকে স্পর্শ করতে হলে সেই বাবর আজমকে এখনও অনেক পথ যেতে হবে বলে মন্তব্য করলেন শাহিদ আফ্রিদি। এমনকী, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে ছুঁতে গেলেও অনেক পথ অতিক্রম করতে হবে বাবরকে, মত বুম বুম আফ্রিদির।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে পাকিস্তান। আফ্রিদি বলেছেন, ‘বাবর খুব প্রতিভাবান। দলের মেরুদণ্ড ও। তবে ওকে বড় রান করতে হবে।’ তারপরই আফ্রিদি যোগ করেছেন, ‘ও যদি রুট, কোহলি বা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ বা দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স হতে চায়, তাহলে ওকে হাফসেঞ্চুরিগুলোকে সেঞ্চুরিতে পরিবর্তিত করতে হবে।’
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লড়াকু হাফসেঞ্চুরি করেছিলেন বাবর। তবে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন তিনি।
কোহলি-স্মিথদের ছুঁতে গেলে কী করতে হবে বাবর আজমকে? বলে দিলেন আফ্রিদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Aug 2020 07:29 PM (IST)
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লড়াকু হাফসেঞ্চুরি করেছিলেন বাবর। তবে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -