কলকাতা: শ্রাবণের শেষে ফের নিম্নচাপ। সপ্তাহান্তে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।


আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পশ্চিম ‍বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। বর্তমানে এই নিম্নচাপ উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছে।


আগামী দু’তিনদিন এখানেই অবস্থান করবে নিম্নচাপ। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে শনি ও রবি রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।


আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। শুক্র ও শনিবার মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।