ইসলামাবাদ: বিপদের মেঘ কেটে গিয়েছে শাহিদ আফ্রিদির সংসারের আকাশে। স্ত্রী ও দুই মেয়ের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে আগে জানিয়েছিলেন তিনি। কিন্তু নতুন করে পরীক্ষায় তারা সবাই নেগেটিভ হয়েছে বলে জানালেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার। ট্যুইটারে একেবারে ছোট মেয়েকে দুহাতে ওপরে তুলে ধরে রাখার ছবি পোস্ট করে আফ্রিদি লিখেছেন, আমার স্ত্রী ও দুই মেয়ে আকসা, আনসার ফের টেস্ট হয়েছে আগের পরীক্ষার ফল পজিটিভ হওয়ার পর। সর্বশক্তিমানের আশীর্বাদে এখন সকলেই মুক্ত। আপনাদের সবার লাগাতার সমর্থন, শুভ কামনার জন্য ধন্যবাদ জানাই। প্রার্থনা করি, আপনারাও সকলে যাতে ঈশ্বরের আশীর্বাদ পান। এবার পরিবারের পাশে ফেরার সময়। ওকে ধরার সুযোগ হারিয়েছিলাম।


গত ১৩ জুন ট্যুইট করে আফ্রিদি নিজের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন। লিখেছিলেন, বৃহস্পতিবার থেকেই শরীরটা ভাল লাগছিল না। গায়ে খুব ব্যথা হচ্ছিল। দুর্ভাগ্যের ব্যাপার, টেস্ট করিয়েছি, ফল পজিটিভ এসেছে। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আপনাদের প্রার্থনা চাই। আফ্রিদি নিজেও পরে নেগেটিভ হন।

পাকিস্তানের ক্রিকেটের ময়দানে ছায়া ফেলেছে মারণ ভাইরাস। সাম্প্রতিক ইংল্যান্ড সফরের ঠিক মুখেই নির্বাচিত পাক টিমের ১০ জন সদস্য়ের করোনা পজিটিভ ধরা পড়ে। কিছুটা সংশয় মাথাচাড়া দিলেও শেষ পর্যন্ত দ্বিতীয়বারের পরীক্ষায় মহম্মদ হাফিজ সহ তাঁদের ৬ জন নেগেটিভ হন। ফলে তিনটি টেস্ট ও তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়া দলে সামিল হতে কোনও অসুবিধা হয়নি তাঁদের।
প্রসঙ্গত, ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে ২৭টি টেস্ট, ৩৯৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৯৯টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন আফ্রিদি।