নয়াদিল্লি/শারজা :শারজায় ছয় দলের টি ১০ লিগে বুড়ো হাড়ে ভেল্কি প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির। হ্যাটট্রিক করলেন তিনি। আর তাঁর হ্যাটট্রিক উইকেটের একটি ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগের।
এই লিগের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ খেলা হয় মরাঠা আরবিয়ান্স ও পাখতুন দলের মধ্যে। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সহবাগের নেতৃত্বাধীন মরাঠা আরবিয়ান্স।
কিন্তু পাখতুনের হয়ে পাক ব্যাটসম্যান ফকর জামান ও ইংরেজ ব্যাটসম্যান লিয়াম ডসনের ঝোড়ো ইনিংসের দৌলতে মাত্র ১০ ওভারে ১২১ রান ওঠে।
ব্যাটে সে রকম কোনও উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন পাখতুনের অধিনায়ক আফ্রিদি। জয়ের জন্য ১২২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মরাঠা আরবিয়ান্স। কামরান আকমল দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান। অ্যালেক্স হেলস ঝোড়ো ইনিংস খেলে ২৬ বলে ৫৭ রান করেন। কিন্তু উইকেটের অপর প্রান্তে কোনও ব্যাটসম্যান তাঁকে যোগ্যসঙ্গত দিতে পারেননি।
এরইমধ্যে পঞ্চম ওভারে বল করতে এসে আফ্রিদি পরপর তিন উইকেট নিয়ে বিপক্ষ দলের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। প্রথমে রুসো, পরের বলে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো এবং শেষে সহবাগকে আউট করেন আফ্রিদি।
মরাঠা দল ১০ ওভারে মাত্র ৯৬ রান করে।
শারজায় টি ১০ লিগে সহবাগের উইকেট সহ হ্যাটট্রিক আফ্রিদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2017 02:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -