ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে (Bangladesh Cricket) অশান্তির আবহে এবার মাঠে নামলেন দলের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মাের্তাজা (Mashrafe Bin Mortaza)। তামিম ইকবালকে (Tamim Iqbal) বিশ্বকাপে স্কোয়াডে না নেওয়া নিয়ে বিস্তর সমালোচনার শিকার হতে হচ্ছে শাকিব আল হাসানকে (Shakib Al Hasan)।  এমনকী বিসিবিকেও কাঠগড়ায় তোলা হচ্ছে। এবার তামিমের পাশে দাঁড়ালেন ম্যাশ। তিনি জানিয়ে দিলেন যে অধিনায়ক হিসেবে শাকিবের ব্যক্তিগতভাবে কথা বলা দরকার ছিল তামিমের সঙ্গে। 


বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে রওনা হওয়ার পরই তামিম তাঁর সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি উল্লেখ করেন যে তাঁকে স্কোয়াডে না রাখার পেছনে যে যে কারণগুলো দেখানো হয়েছে, তার বেশিরভাগই ভিত্তিহীন। বিশেষ করে মাত্র পাঁচটি ম্যাচই খেলবেন তামিম এমনটা নাকি তিনি জানিয়েছিলেন বিসিবিকে। তবে সেই খবরের কোনও সত্যতা নেই বলেই জানিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। এরপরই মাশরাফি একটি ভিডিও বার্তা পোস্ট করেন। তিনি বলেন, ''আমার কাছে মনে হয়, শাকিব অনেক কথা বলেছে, যেগুলোর অনেক যুক্তি আছে। আরও কিছু কথা আছে, যেগুলো বলতে চাই। শাকিব একটা জিনিস পরিষ্কারভাবে বলেছে, সেটা হচ্ছে, অধিনায়কত্ব করতে চায় না। শাকিবের সঙ্গে পুরোপুরি একমত। অধিনায়কত্ব করে অর্জনের কিছু নেই ওর এখন আর, এটি আসলে পরিষ্কার বার্তা। তারপরও তামিম ছেড়ে দেওয়ার পর শাকিবকে অধিনায়কত্বের ব্য়াটন তুলে দেওয়া হয়েছিল। বাধ্য হয়েই সাকিবকে নিতে হয়েছে। এতে তাকে সাধুবাদ জানানো উচিত।'' এরপরই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক আরও বলেন, ''সাকিব যেহেতু দলের অধিনায়ক, সে বলেছে, মাঠের বাইরে সব ঠিক করে মাঠে সিদ্ধান্ত নিতে হয়। সাকিব যেহেতু অধিনায়ক হয়ে গিয়েছে, যে ঘটনাগুলো ঘটছে, যেমন তামিমের প্রথম ম্যাচ খেলা বা ব্যাটিং অর্ডার বা যে কোনও আলোচনা সেক্ষেত্রে শাকিব নিজেই ব্যক্তিগতভাবে একটা কল করে মেসেজ দিয়ে তামিমকে বললে, এ আলোচনার জন্ম হতো না।''


১৫ সদস্য়ের বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সে দেশে। অধিনায়ক শাকিব আল হাসানকে সবাই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকেই মনে করছেন যে শাকিবের জন্যই তামিমের কেরিয়ার প্রায় শেষ হতে বসেছে। বাংলাদেশ দল ভারতে পা রাখার পর তামিম একটি ভিডিও বার্তাও দিয়েছেন সোশ্য়াল মিডিয়ায়। সেখানে তিনি এমনও আর্তি জানিয়েছেন যে, তাঁকে যেন কেউ ভুলে না যান, সবাই যেন মনে রাখেন। এই বার্তার পর আরওই আবেগপ্রবণ হয়ে পড়েন সে দেশের ক্রিকেট সমর্থকরা। এমনকী অনেকে তো বাংলাদেশের বিশ্বকাপ বয়কটেরও ডাক দিয়েছেন। শাকিব আল হাসান অবশ্য আশাবাদী যে দল নিয়ে তিনি ভারতে পা রেখেছেন, প্রত্যেকেই ভাল পারফর্ম করতে পারবেন। বিশেষ করে লিটন দাসের কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনি। শাকিব নিজেও ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে ভাল পারফর্ম করেছিলেন। তিনি মনে করেন গোটা বিশ্ব লিটের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে।