ঢাকা: নেটজগতে ফের একবার আক্রমণের মুখে শাকিব আল হাসান। এবার স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করার জেরে ট্রোলড হতে হয়েছে বাংলাদেশের অলরাউন্ডারকে।
দীর্ঘদিনের নির্বাসন কাটিয়ে মঙ্গলবার সন্ধেতেই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে মাঠে ফিরছেন শাকিব আল হাসান। বাংলাদেশের ঘরোয়া বঙ্গবন্ধু টি২০ কাপে খুলনার দলের হয়ে বরিশালের দলের বিরুদ্ধে মাঠে নামবেন শাকিব। গড়াপেটার জন্য বুকিদের দেওয়া প্রস্তাব চেপে গিয়ে আইসিসি-র চাপানো বছরখানেকের নির্বাসনের পরে এটাই হতে চলেছে শাকিবের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
কিন্তু সেই ম্যাচে নামার আগে ফের বিপাকে শাকিব। স্ত্রীকে আলিঙ্গনরত অবস্থায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শাকিব। যার পরই ফের নেমে এসেছে মৌলবাদীসুলভ আক্রমণ। ‘তুমি নাস্তিক হয়ে গিয়েছো’, ‘স্ত্রীকে বোরখা পরাও’, ‘এরকম অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করাই ভাল’, এরকম বেশ কিছু নেতিবাচক মন্তব্য উড়ে এসেছে একাধিক নেটবাসিন্দাদের তরফে। তবে তাদের পাল্টা বক্তব্যও কিন্তু কম নেই। অনেকেই আবার শাকিব ও তাঁর স্ত্রী-র ছবির প্রশংসাও করেছেন।
কিছুদিন আগেই প্রবল বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শাকিব আল হাসান। কলকাতায় একটি কালীপুজোর উদ্বোধনে আসা নিয়ে তাঁকে পেতে হয়েছিল খুনের হুমকি। যার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েও নিতে বাধ্য হয়েছিলেন শাকিব। যদিও অস্বীকার করেছিলেন উদ্বোধনের কথা।
শাকিব আদৌ পুজো উদ্বোধন করেছিলেন কি না সেই তথ্যের মধ্যে না ঢুকে একাধিক নেটবাসিন্দার অভিযোগ মুসলমান হয়েও তাঁর হিন্দু পুজোয় উপস্থিতি নিয়ে। তারা শাকিবকে দৌষী সাব্যস্ত করেন। তবে শাকিবের পক্ষেও মতামত কম নয়। অনেকেই তাঁর কাজকর্মে দোষের কিছু দেখেননি। বরং তাঁর ক্ষমা চাওয়া অনুচিত, এতে আখেরে মৌলবাদীদের পরবর্তীতে আক্রমণ শানানোর হাতই শক্ত হতে বলেই মত ছিল তাঁদের।