ঢাকা: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে জাতীয় দলে ছিলেন না তিনি। কিন্তু আফগানদের বিরুদ্ধেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে জাতীয় দলে ফিরলেন শাকিব আল হাসান। বিসিবি যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, সেই দলে রয়েছেন তারকা এই অভিজ্ঞ অলরাউন্ডার ও প্রাক্তন অধিনায়ক। তিন ম্যাচের এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। সিরিজ শুরু হতে চলেছে আগামী ৫ জুলাই থেকে। 


গত মে মাসে যে ওয়ান ডে সিরিজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল বাংলাদেশ, সেই সিরিজে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন শাকিব। যার ফলে আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্টে মাঠে নামতে পারেননি। তবে ওয়ান ডে সিরিজের আগে শাকিব ফেরায় নিঃসন্দেহে দলের শক্তি ও ভারসাম্য বাড়বে। গত বছর ডিসেম্বরে ভারতের বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজে জয় পেয়েছিল টাইগার বাহিনী। 


চট্টগ্রামেই হতে চলেছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ৫ জুলাই প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি হবে ৮ জুলাই ও তৃতীয় ম্যাচটি হবে ১১ জুলাই। ওয়ান ডে সিরিজ ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ২ দল।


বাংলাদেশের রেকর্ড গড়ে জয়


ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলতে নেমেছিল বাংলাদেশ। আর ম্যাচের চতুর্থ দিনেই বিশাল জয় ছিনিয়ে নিল লিটন দাসের দল। ৫৪৬ রানে আফগান বাহিনীকে হারিয়ে একুশ শতকের সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিল টাইগার বাহিনী। টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে তৃতীয় সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিল এটি। কোনও এশিয়ার দলেরও এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়। এই তালিকায় সবার ওপরে রয়েছে ইংল্যান্ড। ১৯২৮ সালে অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৬৭৫ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড এক ম্যাচে। দ্বিতীয় ম্যাচটিও কাকতালীয়ভাবে এই ২ প্রতিপক্ষ ছিল আমনে সামনে। তবে এবার অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ১৯৩৪ সালে টেস্টে ৫৬২ রানে হারিয়ে দিয়েছিল।


আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে প্রথম থেকেই দাপট দেখাচ্ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৮২ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস মাত্র ১৪৬ রানে শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪২৫/৪ স্কোরে ডিক্লেয়ার দেয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসেও চাপে আফগানিস্তান। ৪৫ রানে ২ উইকেট হারিয়েছেন আফগানরা। ম্যাচ জিততে ৬১৭ রান দরকার ছিল আফগানিস্তানের এদিনের খেলার শুরুতে। যা কার্যত অসম্ভব ছিল। অলৌকিক কিছু হলে তবেই এই ম্যাচে অন্য কোনও ফল সম্ভব, এমনই মনে হয়েছিল। কিন্তু তা হল না। ১১৫ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় আফগানদের। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করে রহমন শাহ। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ এই ইনিংসে ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। ১টি করে উইকেট নেন এবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজ।