নয়াদিল্লি: এমনিতেই পারিবারিক সমস্যায় জেরবার ভারতীয় দলের পেসার মহম্মদ সামি। এবার ইয়ো ইয়ো ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তিনি। তাঁর জায়গায় দলে ডাকা হয়েছে দিল্লির ফাস্ট বোলার নভদীপ সাইনিকে।
ঘরোয়া ক্রিকেটে সাইনি এই মুহুর্তে লাল বলে দ্রুততম বোলারদের একজন। গত দুই মরশুমে তাঁর পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে। অনেকেই জাতীয় দলের ভবিষ্যত হিসেবে মনে করছেন তাঁকে।
চারদিনের ম্যাচে ভারতীয় এ দলে রয়েছেন সাইনি। আগামী মাসেই তাঁর ইংল্যান্ডে যাওযার কথা। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ জুনের টেস্ট দলে ঢুকে পড়লেন তিনি।
২৫ বছরের এই পেসার ৩১ টি প্রথম শ্রেণীর ম্যাচে ৯৬ উইকেট নিয়েছেন।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরুর এনসিএ-তে ফিটনেস টেস্টে সফল হতে পারেননি সামি। সেজন্য তাঁর পরিবর্ত হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দলে ডাকা হয়েছে সাইনিকে।
উল্লেখ্য, ভারতীয় দলে এখন ফিটনেসের একটা মাপকাঠি তৈরি হয়েছে। সেই মাপকাঠি অনুযায়ী ইয়ো ইয়ো টেস্টে সফল না হলে দলে জায়গা পাওয়া যায় না। ইয়ো ইয়ো টেস্টে প্লেয়ারদের ধকল নেওয়া ক্ষমতা ও ফিটনেসের পরীক্ষা নেওয়া হয়। ভারতের সিনিয়র ও এ দলে এই টেস্টে পাস করতে হলে ন্যুনতম ১৬.১ স্কোর করতে হয়।
বোর্ডের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ইয়ো ইয়ো টেস্টে এখন ভারতীয় দলের সেরা দুই পারফর্মার হলেন করুণ নায়ার ও হার্দিক পান্ড্য। তাঁরা ১৮-র বেশি স্কোর করেছেন।
চোট আঘাতের সমস্যা বরাবরই ভুগিয়েছে সামিকে। কিছুদিন আগে সামির স্ত্রী তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনেছেন।
৩০ টেস্টে ১১০ উইকেটের মালিক সামিকে প্রথমে বোর্ডের চুক্তি তালিকায় রাখা হয়নি। পরে বোর্ডের তদন্তে ক্লিনচিট পাওয়ায় তাঁকে ওই তালিকার অন্তর্ভূক্ত করা হয়।
এবারের আইপিএল শুরুর আগে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রেহাই পান সামি।