ধর্মশালা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের আগে ভারতীয় দলের জন্য সুখবর। চোটের জন্য বেশ কিছুদিন দলের বাইরে থাকা পেসার মহম্মদ শামি ধর্মশালায় দলের সঙ্গে যোগ দিলেন। গতকালই ভারতীয় দলের বাকি সদস্যরা ধর্মশালা পৌঁছে গিয়েছেন। আজ সকালে পৌঁছে গিয়েছেন শামি। ট্যুইটারে ধর্মশালার অসাধারণ প্রাকৃতিক পরিবেশের ছবি দিয়েছেন বাংলার এই পেসার।


শনিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। এই মুহূর্তে সিরিজ ১-১। শেষ টেস্ট ম্যাচ জেতার লক্ষ্যেই শামিকে দলে নেওয়ার পরিকল্পনা করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমরা চাইছিলাম শামি ম্যাচ প্র্যাকটিস পাক। সেই কারণেই ওকে বিজয় হাজারে ট্রফির ফাইনালে খেলতে পাঠিয়েছিলাম। আমি এখনও নির্বাচকদের সঙ্গে কথা বলিনি। তবে পরের টেস্টে ওর খেলার সম্ভাবনা আছে।’

ইংল্যান্ডের বিরুদ্ধে মোহালিতে তৃতীয় টেস্টের পর থেকেই হাঁটুর চোটের জন্য মাঠের বাইরে ছিলেন শামি। তবে বিজয় হাজারে ট্রফির ফাইনালে বাংলার হয়ে খেলতে নেমে তিনি বুঝিয়ে দিয়েছেন, এখন আর চোট নেই। নিয়মিতভাবে ১৪০ কিমি গতিতে বল করার পাশাপাশি চার উইকেটও নেন শামি।

রাঁচিতে সিরিজের তৃতীয় টেস্টে ভারতের মিডল অর্ডার ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ঋদ্ধিমান সাহা অসাধারণ শতরান করেছেন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা বেশ কিছুদিন ধরেই নির্ভরতা দিচ্ছেন দলকে। সেই কারণে চতুর্থ টেস্টে একজন বাড়তি বোলার খেলাতে চাইছেন বিরাট। ভারতীয় দল সূত্রে খবর, করুণ নায়ারের বদলে দলে আসতে পারেন শামি। ধর্মশালার পেস সহায়ক পিচে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে সমস্যায় ফেলবেন বলেই মনে করছেন বিরাট। সেই কারণেই তিনি শামিকে দলে চাইছেন।