কুপ্রস্তাবে নারাজ গৃহবধূকে খুনের চেষ্টা, বাধা দিতে গিয়ে প্রহৃত বাবা-বোন
ABP Ananda, web desk | 22 Mar 2017 01:50 PM (IST)
মালদা: মালদার হবিবপুরে কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ। বাধা দিতে গেল গৃহবধূর বাবা ও বোনকেও মারধরের অভিযোগ দুই স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে। কাজের সূত্রে স্বামী ভিন্ রাজ্যে থাকায় বক্সীনগরে বাপের বাড়িতে থাকতেন ওই গৃহবধূ। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকার দুই দুষ্কৃতী তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিল। বুধবার সকালে বাজার যাওয়ার পথে, দুই দুষ্কৃতী ফের গৃহবধূকে উত্যক্ত করলে, তিনি প্রতিবাদ করেন। তার জেরে ওই ২ জন গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। চিত্কারে ছুটে আসেন গৃহবধূর বাবা ও বোন। সেসময় তাঁদের উপরেও দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। ঘটনায় হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীরা পলাতক।