মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা এই মেগা টুর্নামেন্টে অংশ নিতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। চোট সারিয়ে দলে ফিরেছেন দলের তারকা পেসার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ফিরেছেন হর্ষল পটেল (Harshal Patel)। কিন্তু জায়গা পাননি অভিজ্ঞ মহম্মদ শামি। আর এতেই নির্বাচক কমিটির সিদ্ধান্তে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ক্যাঙ্গারুর দেশে বাউন্সি পিচে শামিকে কেন নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চেতন শর্মার নির্বাচক কমিটিকে যেখানে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে সেখানে এবার শামি ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।


শামি ইস্যুতে কী বললেন প্রসাদ


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড দেখার পর প্রসাদের বক্তব্য, ''বিশ্বকাপের স্কোয়াড দেখে আমি খুব একটা অবাক হইনি। তবে আমি শামিকে দেখতে চেয়েছিলাম এটা ঠিক। ওঁর কাছে অতিরিক্ত পেস রয়েছে। আর অস্ট্রেলিয়ার মাটিতে যা ভীষণ দরকার। যদি হর্ষল, অর্শদীপ ও ভুবনেশ্বরকে আপনারা দেখেন, তবে তাঁরা কিন্তু কেউই অতিরিক্ত গতি সম্পন্ন বোলার নন। একমাত্র বুমরার কাছে কিছুটা পেস রয়েছে। তবে হ্যাঁ, বাকি তিনজনের বৈচিত্র্য রয়েছে বোলিংয়ে। আমি বুঝতে পারছি যে নির্বাচকরাও বুঝতে পারেনি যে কার জায়গায় শামিকে রাখবে, তা ভেবে। কারণ গত ১ বছরের প্রত্য়েকেই নিজেকে প্রমাণ করেছে আন্তর্জাতিক স্তরে।''


বিশ্বকাপে নতুন জার্সি রোহিতদের


মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যদের দেখা যাচ্ছে নতুন জার্সির ওপরে পুলওভার চাপিয়ে কথা বলতে। ভারতীয় বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপের আগে নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। তবে ভিডিওটিতে যা আভাস, তাতে গাঢ় নীল নয়, বরং একটু হাল্কা নীল রংয়ের জার্সি পরে মাঠে নামবেন রোহিত-কোহলিরা।


ওপেনার পন্থকে দেখতে চান জাফর


ভারতের স্কোয়াড দেখে ওয়াসিম জাফর ট্যুইট করেছেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে পন্থের (ঋষভ পন্থ) সেরাটা দেখা যাবে যদি ও ইনিংস ওপেন করে। সবচেয়ে বড় কথা, রোহিত চার নম্বরে ব্যাট করতে পারে। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এম এস রোহিতকে ওপেনার হিসাবে খেলিয়ে এটাই করেছিল। বাকিটা ইতিহাস। এবার রোহিতের পালা পন্থকে নিয়ে একই পদক্ষেপ করার। কে এল, পন্থ, বিরাট, রোহিত ও স্কাই (সূর্যকুমার), ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার প্রথম পাঁচ'।