দুবাই: শ্রীলঙ্কা ম্যাচে হারের পর দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন কোচ এই মুহূর্তে দুবাইতেই রয়েছেন। সেখানে ধারাভাষ্যকারের কাজ করছেন তিনি। শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে ম্যাচের সময়ও কমেন্ট্রি বক্সে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ। ভারতের হারের পর রীতিমত টিম ম্যানেজমেন্টকেই প্রশ্নের মুখে দাড়ঁ করিয়ে দিলেন তিনি। শাস্ত্রীর নিশানায় কোচ দ্রাবিড়ও। কেন মহম্মদ শামির মত বোলারকে দলে জায়গা দেওয়া হল না, সেই প্রশ্নও করছেন প্রাক্তন অলরাউন্ডার।
কী বলছেন শাস্ত্রী?
শ্রীলঙ্কা ম্যাচ হারের পর রবি শাস্ত্রী বলেন, ''যদি তোমাকে জিততে হয়, তবে তার জন্য সঠিক প্রস্তুতি দরকার। আমার মনে হয় নির্বাচন আরও ভাল হওয়া উচিত ছিল। বিশেষ করে পেস বোলার নির্বাচনের ক্ষেত্রে। আমরা সবাই পরিস্থিতি সম্পর্কে জানি। স্পিনারদের বেশি কাজ নেই। আমি অবাক হয়েছিলাম যে মাত্র ৪ জন পেসার নিয়েই কেন আসা হল এখানে। মহম্মদ শামির মত বোলার বাড়িতে বসে আছে, এটাই আমার অবাক লাগছে। ওকে কেন দলে রাখা হল না?''
শাস্ত্রী আরও বলেন, ''একজন অতিরিক্ত ফাস্ট বোলার রাখা উচিত ছিল এই দলটায়। এমন পরিস্থিতিতে কখনওই পড়া উচিত নয়, যেখানে কারও জ্বর বা শরীর খারাপ হলে আর কেউ নেই সঠিক বিকল্প। একজন পেসারের বদলে একজন স্পিনারকে খেলাতে হয় বাধ্য হয়ে।"
কার্যত ফাইনালে শ্রীলঙ্কা
গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান সহ গ্রুপের বাকি দুই দলকে হেলায় হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছিলেন রোহিত শর্মারা। কিন্তু সুপার ফোরে খেই হারাল ভারত। প্রথমে পাকিস্তানের কাছে হার। তারপর শ্রীলঙ্কার কাছে পরাজয়। এশিয়া কাপে ভারতের অভিযান কার্যত শেষ। খালি হাতেই সম্ভবত মরুদেশ থেকে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে।
মঙ্গলবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে কার্যত ফাইনালে পৌঁছে গেলেন দাসুন শনাকারা। ভারত সুপার ফোরের পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় কার্যত ফাইনালের দৌড়ের বাইরে।
আজ আফগানিস্তান নামবে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচ যদি আফগানিস্তান জিতে যায় ও আগামীকাল যদি ভারত আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায়, তবে একটা সুযোগ থাকবে রোহিত বাহিনীর সামনে টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে পাকিস্তানকে হারাতে হবে।