মেলবোর্ন : এক সময়ের টিম মেট। একসঙ্গে রয়েছে একাধিক সাফল্য। এহেন টিম-মেট শেন ওয়ার্নের মৃত্যুতে শোকর্ত রিকি পন্টিং। এবার কিংবদন্তি স্পিনারের শিক্ষা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বললেন পন্টিং। একাজ তিনিই করতে চান বলে জানিয়েছেন।


পন্টিং বলেন, গত ২৪ ঘণ্টা ধরে শতাধিক ছবি দেখেছি, যাঁদের সঙ্গে ওয়ার্ন কাজ করেছিলেন। স্টিভ স্মিথকে অল্প বয়সে সাহায্য করেছিলেন। রশিদ খানও তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। কী ধরনের কথাবার্তা তাঁদের মধ্যে হতে পারে অনুমান করুন। এরপর আমি যদি সুযোগ পাই, তাহলে গোটা বিশ্বকে জানাব ওয়ার্ন কেমন ছিলেন এবং আমি তাঁর কাছ থেকে যেসব শিক্ষা পেয়েছি তা বিতরণ করব।


তিনি আরও বলেন, যদি কখনও একদিন কেউ শেন ওয়ার্নের সঙ্গে কাটিয়েছেন, তিনি দেখেছেন তাঁর মোবাইল কয়েকটি নাম উঠছে। বাড়িতে ওয়ার্ন বসে আছেন, এটা খুব বিরল ঘটনা। সবসময় চেষ্টা করতেন, বন্ধু ও পরিবারের জন্য কিছু সময় বের করার। এটাই ছিল তাঁর অন্যতম শক্তি। পরিবার ও বন্ধুদের প্রতি প্রচণ্ড অনুগত ছিলেন ওয়ার্ন। 


দিন তিনেক আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার ছিলেন তাইল্যান্ডে। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পরেই। মুরলীধরন টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৭১ রানের বিনিময়ে ৮ উইকেট। একটা সময় বিশ্বকে শাসন করেছেন তিন স্পিনার। মুরলী, ওয়ার্ন ও ভারতের অনিল কুম্বলে। তিনজনের মধ্যে কে বিশ্বের সেরা, তা নিয়ে তর্কের ঝড়ও উঠেছে। অনেকেই মনে করেন, শতাব্দীর সেরা বলটি বেরিয়েছিল ওয়ার্নের হাত থেকে। যে ডেলিভারিতে তিনি মাইক গ্যাটিংকে বোল্ড করেছিলেন। টেস্টের পাশাপাশি ওয়ান ডে-তেও একইরকম সাফল্য। ১৯৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৯৩ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। ওয়ান ডে-তে তাঁর সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার।