নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী ও তাঁর সাপোর্ট স্টাফদের কার্যকালের মেয়াদ বিশ্বকাপের পর আরও ৪৫ দিন বাড়াতে চলেছে বিসিসিআই-এর প্রশাসকদের কমিটি। শাস্ত্রী ও তাঁর সাপোর্ট স্টাফদের কার্যকালের মেয়াদ বিশ্বকাপের পরই শেষ হওয়ার কথা ছিল।
ইংল্যান্ডে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন কমিটি ওই পদগুলির জন্য ইন্টারভিউ নেবে।
বোর্ডের ওবেসাইটে আপলোড করা কমিটির বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়েছে, আলোচনার পর কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, অস্থায়ী ভিত্তিতে সাপোর্ট স্টাফদের চুক্তি ৪৫ দিন বাড়ানো যেতে পারে এবং বিশ্বকাপের পর সাপোর্ট স্টাফ পদগুলির জন্য ইন্টারভিউ নেওয়া হবে।
সাপোর্ট স্টাফদের মধ্যে রয়েছেন ব্যাটিং কোট সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর।
মার্চে সুপ্রিম কোর্টের শুনানির পর চুক্তির মেয়াদবৃদ্ধি সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বিবরণীতে আরও বলা হয়েছে, হেড কোচ বাছাইয়ের ক্ষেত্রে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি)-র যুক্ত থাকার প্রয়োজন। তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিসিসিআই ম্যানেজমেন্ট সিএসি-র সদস্যদের সঙ্গে তাঁদের শর্তাবলী নিয়ে কথা বলা দরকার এবং এ সংক্রান্ত একটি খসড়া তৈরি করতে হবে এবং প্রশাসকদের কমিটির বিবেচনার জন্য তা পেশ করতে হবে।
বোর্ডের নতুন সংবিধানের ২৪ (৫) সিইও ভারতীয় দলের টিম অফিসিয়ালদের নিয়োগ করেন এবং হেড কোচ সিএসি দ্বারা নিযুক্ত হবেন।
সিএসি গঠিত সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে। কিন্ত তাঁদের বিরুদ্ধে স্বার্থের সংঘাত সংক্রান্ত মামলায় তাঁরা বিসিসিআইয়ের এথিক্স অফিসার ডিকে জৈনকে জানিয়েছিলেন যে, তাঁরা এ সংক্রান্ত দায়িত্ব গ্রহণ করবেন না। ফলে ওই কমিটি ভেঙে গিয়েছে।
অনিল কুম্বলে মেয়াদের আগেই সরে যাওয়ার পর শাস্ত্রী ২০১৭-তে ভারতের কোচ নিযুক্ত হয়েছিলেন। কোচ ও তাঁর সাপোর্ট স্টাফদের ওই চুক্তিতে কার্যকালের মেয়াদবৃদ্ধি সংক্রান্ত কোনও ধারা ছিল না।