নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের নয়া কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও, অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সুসম্পর্কের কথা মাথায় রেখে রবি শাস্ত্রীকে না সরানোর পক্ষে সওয়াল করলেন এক বিসিসিআই কর্তা। তিনি বলেছেন, ‘ভারতীয় দল এখন বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে এমন কিছু করা উচিত নয়। শাস্ত্রী ও কোহলি একে অপরের পরিপূরক। যে দল এত সাফল্য পেয়েছে, সেই দলের অর্ধেক সদস্যকে সরিয়ে দেওয়া অন্যায় হবে। কোচের কাজের ধরনের সঙ্গে ক্রিকেটাররা পরিচিত হয়ে গিয়েছে। তাই শাস্ত্রীকেই কোচ হিসেবে রেখে দেওয়া উচিত। নতুন কোচ নিয়োগ করা হলে ক্রিকেটারদের মানসিক সমস্যা হতে পারে। এখন কোচ বদল করা হলে আগামী পাঁচ বছরের পরিকল্পনাও বদলে যাবে।’


শাস্ত্রীর সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বিসিসিআই-এর। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা মাথায় রেখে সেই চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়েছে। বিশ্বকাপের পরেই সরে গিয়েছেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিও, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও প্রশাসনিক ম্যানেজারের জন্য আবেদনপত্র চেয়েছে বিসিসিআই।