কিংস্টন: ব্যাটসম্যান হিসেবে উন্নতি ও পাটা পিচে বোলিংয়ে নিয়ন্ত্রণের কারণেই রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে প্রথম একাদশে না রেখে রবীন্দ্র জাডেজাকে খেলানো হচ্ছে। এমনটাই জানালেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অশ্বিনের রেকর্ডের কথা কারুর অজানা নয়। সেই অশ্বিনকে ড্রেসিংরুমে রেখে জাডেজাকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন। তাঁদের মধ্যে অন্যতম সুনীল গাওস্কর। কিন্তু প্রথম টেস্টে চাপের মুখে হাফসেঞ্চুরির ইনিংস খেলে ও প্রয়োজনের সময়ে উইকেট নিয়ে তাঁর অলরাউন্ড দক্ষতা তুলে ধরে জাডেদা সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন।
শনিবার সিরিজের চলতি টেস্টের দ্বিতীয় দিনে অফিসিয়াল সম্প্রচারক সংস্থার হয়ে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ানকে দেওয়া সাক্ষাত্কারে শাস্ত্রী বলেছেন, জাড্ডুর রেকর্ডের দিকে তাকালে দেখা যাবে, তা অসাধারণ। ওর সক্ষমতা কী, সেটা দেখতে হবে। ও সম্ভবত এখন বিশ্বের সেরা ফিল্ডার। ও নিজের ব্যাটিংয়েরও প্রচুর উন্নতি করেছে।
উপমহাদেশের বাইরে যেখানে স্পিনাররা পিচ থেকে সাহায্য পায় না, সেখানে অশ্বিনের সাফল্য খুব একটা বেশি নেই। কোচ অবশ্য তামিলনাড়ুর এই অফস্পিনারের দুর্বলতা নিয়ে কিছু বলেননি। তবে স্পিনার হিসেবে জাডেজা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, সে সম্পর্কে নিজের মত জানিয়েছেন শাস্ত্রী।
কোচ বলেছেন, পিচ (নর্থ সাউন্ড ও কিংস্টন) দেখলে বোঝা যাচ্ছে যে স্পিনারদের জন্য খুব বেশি সহায়ক নয়। এক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রয়োজন।
প্রথম টেস্টে জাডেজাকে খেলানোর সিদ্ধান্ত সম্পর্কে শাস্ত্রী বলেছেন, স্যাঁতসেঁতে উইকেটে জাডেজার বোলিংয়ের দক্ষতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তিনি বলেছেন, প্রথম টেস্টে জাডেজাকে খেলানোর ক্ষেত্রে যে কারণ ছিল, তা হল প্রথমে ফিল্ডিং করতে হলে ও পিচ ভেজা থাকলে পেসের মাধ্যমে ও ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। ওকে প্রথম দিনের প্রথম সেশনেই বল করানো যেতে পারত। অশ্বিন বিশ্বমানের স্পিনার হলেও এই কারণের জন্যই জাডেজাকে খেলানো হয়েছিল। অশ্বিন ও কুলদীপের মতো বোলারকে না খেলানোটা খুবই কঠিন সিদ্ধান্ত।