মুম্বই: হাঁটুতে চোট পেলেন শিখর ধবন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না দিল্লির বাঁহাতি তারকা। তাঁর বদলে দলে নেওয়া হল সঞ্জু স্যামসনকে।

বুধবার বোর্ড থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সময় ধবনের হাঁটুতে চোট লাগে। সুরাতে মহারাষ্ট্রের বিরুদ্ধে সেই ম্যাচে ধবনের বাঁ হাঁটু কেটে যায়। গভীর ক্ষত হয়েছে। সেই চোট কতটা সেরেছে, বোর্ডের মেডিক্যাল টিম মঙ্গলবার তা খতিয়ে দেখে। সেই টিম জানিয়েছে, ধবনের ক্ষতের সেলাই শুকোতে আর পুরোপুরি সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ তিনি খেলতে পারবেন না।

তাঁর পরিবর্ত হিসাবে টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। কেরলের উইকেটকিপার-ব্যাটসম্যান বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন। তবে একটিও ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। ২০১৫ সালে জাতীয় দলের হয়ে একটিই টি-টোয়েন্টি খেলেছিলেন সঞ্জু। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে সেই ম্যাচে তিনি ১৯ রান করেছিলেন।