কলকাতা: ইডেনে গোলাপি বলে ঐতিহাসিক টেস্টে উইকেটের পিছনে অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল তাঁর। তবে তার ফাঁকেই আঙুলে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। চোট এতটাই গুরুতর যে, বঙ্গ উইকেটকিপারের অস্ত্রোপচার হল মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে।
নৈশালোকে গোলাপি বলের টেস্টে ঋদ্ধিমানের পারফরম্যান্স বিশেষজ্ঞদেরও মুগ্ধ করেছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর দুরন্ত ক্যাচের ভিডিও ভাইরাল হয়। অনেকেই বলেছিলেন যে, বলের রং লাল হোক বা গোলাপি, ঋদ্ধিমান উইকেটের পিছনে গ্লাভস হাতে ‘সুপারম্যান’ই থাকবেন।
তবে সেই টেস্টেই ডানহাতের অনামিকায় চোট পান ঋদ্ধিমান। ইডেন টেস্ট আড়াই দিনের ভিতর শেষ হয়ে গিয়েছিল। তারপরই বঙ্গ উইকেটকিপার আঙুলের চিকিৎসা করাতে মুম্বই উড়ে যান।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ই-মেল মারফত জানানো হয় যে, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে হাত ও কব্জির বিশেষজ্ঞ ঋদ্ধিমানের চোট পরীক্ষা করেন। দেখা যায়, বঙ্গ উইকেটকিপারের ডানহাতের অনামিকা ভেঙেছে। তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। দেরি না করে মঙ্গলবারই তাঁর আঙুলে সফল অস্ত্রোপচার হয়েছে। বোর্ড থেকে জানানো হয়েছে, শীঘ্রই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যাবেন ঋদ্ধিমান।
ইডেন টেস্টে ভেঙেছে আঙুল, মুম্বইয়ে সফল অস্ত্রোপচার ঋদ্ধিমানের, রিহ্যাবের জন্য যাবেন বেঙ্গালুরু
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2019 01:35 PM (IST)
মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে হাত ও কব্জির বিশেষজ্ঞ ঋদ্ধিমানের চোট পরীক্ষা করেন। দেখা যায়, বঙ্গ উইকেটকিপারের ডানহাতের অনামিকা ভেঙেছে। তাঁরে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। দেরি না করে মঙ্গলবারই তাঁর আঙুলে সফল অস্ত্রোপচার হয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -