কলম্বো: ত্রিদেশীয় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। এই জয়ে বড় অবদান রাখলেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট এবং বাঁ হাতি ওপেনার শিখর ধবন। উনাদকাট ৩৮ রান দিয়ে তিন উইকেট নেন। ধবন ৪৩ বলে পাঁচটি বাউন্ডারি ও দু’টি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৪ রান করেন তিন নম্বরে নামা লিটন দাস। সাব্বির রহমান ৩০ রান করেন। বিজয় শঙ্কর ৩২ রান দিয়ে দু’টি, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেন দুই ওপেনার রোহিত (১৭) ও ধবন। রোহিত ফিরে যাওয়ার পর ঋষভ পন্থ (৭) দ্রুত ফিরে যান। এরপর সুরেশ রায়না (২৮) ও মণীশ পাণ্ডে (২৭ অপরাজিত) ভারতের জয় নিশ্চিত করেন। রুবেল হোসেন দু’টি এবং মুস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ একটি করে উইকেট নেন।
ত্রিদেশীয় এই টি ২০ সিরিজের প্রথম ম্যাচে আয়োজক দেশ শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল বিরাট কোহলি-ভুবনেশ্বর কুমার-মহেন্দ্র সিংহ ধোনি-জসপ্রীত বুমরাহীন তরুণ ভারতীয় দলের। এই ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি। বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াল ভারত।
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, জয়দেব উনাদকট, যজুবেন্দ্র চাহল, শার্দুল ঠাকুর
বাংলাদেশ দল-মাহমুদুল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য অধিকারী, মুশফিকর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহিদি হাসান, মাজমুল ইসলাম, রুবেল হুসেন, তাকসিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
শিখর ধবনের অর্ধশতরান, বাংলাদেশকে ৬ উইকেটে হারাল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2018 07:02 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -