বেজিং: ভারত ও চিন যদি মানসিক জড়তা দূর করে দ্বিপাক্ষিক সম্পর্কের বাধা কাটাতে চায় এবং রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে হিমালয়ও দু’দেশের বন্ধুত্বের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এমনই মন্তব্য করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। চিনের পার্লামেন্টের অধিবেশনের ফাঁকে বার্ষিক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন ওয়াং। ২০১৭ সালে ডোকলাম সংঘাত সহ বিভিন্ন বিষয়ে ভারত-চিন বিবাদ বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কিছু পরীক্ষা ও বাধা সত্ত্বেও ভারত-চিন সম্পর্কের উন্নতি হচ্ছে।’


ডোকলামে ৭৩ দিনের সংঘাত ছাড়াও পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা, পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের প্রবেশ আটকানো নিয়েও ভারত-চিনের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে ওয়াং বলেছেন, ‘চিন নিজের বৈধ স্বার্থ ও অধিকার বজায় রাখছে। একইসঙ্গে ভারতের সঙ্গে বজায় রাখার দিকেও নজর দিচ্ছে। আমাদের সম্পর্কের ভবিষ্যতের জন্য ভারত ও চিনের নেতাদের পরিকল্পনা তৈরি করতে হবে। চিনা ড্রাগন ও ভারতীয় হাতির একে অপরের বিরুদ্ধে লড়াই করার বদলে একসঙ্গে নাচা উচিত। ভারত ও চিন ঐক্যবদ্ধ হলে এক আর এক দুই এর বদলে এগারো হয়ে যাবে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে হিমালয়ও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বাধা হতে পারবে না। আর সেটা যদি না থাকলে সমতলও দু’দেশকে এক করতে পারবে না। ভারতের মানুষের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে আগ্রহী চিন।’