নয়াদিল্লি: ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যেতে পারলেন না ওপেনার শিখর ধবনের স্ত্রী ও সন্তানরা। দুবাই বিমানবন্দরে তাঁদের কাছ থেকে জন্ম শংসাপত্র সহ কিছু নথিপত্র দেখতে চাওয়া হয়। সেগুলি তাঁদের সঙ্গে ছিল না। ফলে তাঁদের দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে দেওয়া হয়নি।



ট্যুইটারে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন ধবন। তিনি লিখেছেন, ‘অত্যন্ত অপেশাদার মনোভাব দেখানো হয়েছে। আমার পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছিলাম। আমাদের জানানো হয়, আমার স্ত্রী ও সন্তানরা দুবাই থেকে দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে পারবেন না। বিমানবন্দরে আমার সন্তানদের জন্ম শংসাপত্র সহ বিভিন্ন নথিপত্র দেখাতে বলা হয়। সেটা ওদের সঙ্গে ছিল না। ওরা এখন সেই নথিগুলো আসার জন্য দুবাই বিমানবন্দরে অপেক্ষা করছে। মুম্বই থেকে আমরা যখন বিমানে উঠি, তখন কেন একথা বলা হয়নি? এক কর্মী অকারণে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।’



ভারতীয় দল বৃহস্পতিবার রাতে কেপ টাউনে পৌঁছেছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলির নববিবাহিতা স্ত্রী অনুষ্কা শর্মা দলের সঙ্গে গিয়েছেন। কিন্তু সমস্যায় পড়লেন ধবনের স্ত্রী-সন্তানরা। ভারতের ৫৬ দিনের সফরে তিনটি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ হবে। প্রথম টেস্ট শুরু ৫ জানুয়ারি।