নয়াদিল্লি: গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছতে পারেনি। এই বছর অস্ট্রেলিয়ায় ভাগ্য বদলের আশায় নিকোলাস পুরানরা। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দলে নির্বাচিতও হয়েছিলেন হেটমায়ার। তবে অস্ট্রেলিয়ার বিমানে না চড়ায় তাঁকে বিশ্বকাপ দল থেকেই বাদ পড়তে হল। তাঁর বদলে বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলে ডাক পেলেন শামার ব্রুকস (Shamarh Brooks)।


ঘটনার ইতিবৃত্ত


হেটমায়ারের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রথমে যে বিমান ঠিক করেছিল, সেই বিমানে পারিবারিক কারণে চড়েননি হেটমায়ার। এর ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমনিই দুই প্রস্তুতি ম্যাচের প্রথম ম্য়াচটি থেকে ছিটকে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার। তবে হেটমায়ারের অনুরোধেই আরও একটি বিমানের ব্যবস্থা করেছিল ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। কিন্তু সেই বিমানেও চড়েননি হেটমায়ার। এর ফলেই তাঁকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে হেটমায়ারকে নাকি আগে থেকেই এই বিষয়ে জানানো হয়েছিল।


ডিরেক্টরের বক্তব্য


বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামস এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'ওঁকে আগে থেকেই জানানো হয়েছিল যে ওঁ যদি এই বিমানেও না চড়ে, তাহলে বাধ্য হয়েই ওঁকে আমাদের বিশ্বকাপ দল থেকে বাদ দিতে হবে। আমরা চাই না যাতে কোনও কারণেই এই বিশ্বকাপের প্রস্তুতিতে কোনওরকম ত্রুটি থাকে।' ব্রুকসকে এই সপ্তাহেই যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান অ্যাডামস। বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে ওয়েস্ট ইন্ডিজ বুধবারই গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে। দুই দিন পর, শুক্রবার ব্রিসবানে আয়োজিত হবে দ্বিতীয় ম্যাচ। ১৭ অক্টোবর হোবার্টে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্য়াচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে দুই বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দল।


বিশ্বকাপে নেই বুমরা


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠে চোটের জন্য ছিটকেই গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে বুমরার ছিটকে যাওয়ার কথা জানানো হল। শীঘ্রই তাঁর পরিবর্তের নাম ঘোষণা করে দেবে বোর্ড। কে হতে পারেন বুমরার পরিবর্ত? দৌড়ে সবচেয়ে এগিয়ে মহম্মদ শামি। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি করোনা আক্রান্ত হয়েছেন বলে। তবে শামি এখন ফিট। শুরু করে দিয়েছেন প্রস্তুতিও।


আরও পড়ুন: নাক থেকে ঝড়ছে রক্ত, তাও দায়িত্ব পালনে অনড় অধিনায়ক রোহিত