ভারতীয় দলের বোলিং কোচ হতে আগ্রহী, দায়িত্ব পেলে 'এখনকার চেয়ে আরও আগ্রাসী, আক্রমণাত্মক বোলার' তৈরি করবেন, জানালেন শোয়েব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2020 09:17 PM (IST)
আইপিএলে কলকাতা নাইটরাইডার্সকে কোচিং করাতে চান বলেও জানিয়েছেন তিনি। টি-২০ ফর্ম্যাটের এই প্রতিযোগিতার উদ্বোধনী সিরিজে খেলেছিলেন শোয়েব।
নয়াদিল্লি: প্রস্তাব পেলে ভারতের বোলিং কোচ হতে তিনি আগ্রহী বলে জানালেন শোয়েব আখতার। ভারতীয় ক্রিকেট টিমের এখনকার বোলিং কোচ ভরত অরুণ। সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপ হ্যালো-কে দেওয়া সাক্ষাত্কারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ভবিষ্যতে ভারতীয় বোলিং ইউনিটের সঙ্গে যুক্ত হওয়ার বাসনা আছে কিনা, প্রশ্ন করা হলে বলেন, অবশ্যই যোগ দিতে চাই। আমার কাজ যা শিখেছি, তা বিলিয়ে দেওয়া। আমি যা শিখেছি, সেটা জ্ঞান, তা ছড়িয়ে দেব। সেইসঙ্গে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি গতিতে বল করা ক্রিকেটারদের অন্যতম শোয়েব দাবি করেছেন, আমি এখনকার বোলারদের তুলনায় আরও আগ্রাসী, আক্রমণাত্মক, বল দিয়ে কথা বলে, এমন বোলার তৈরি করব, যারা ব্য়াটসম্যানদের এমনভাবে নাকানি চোবানি খাওয়াবে, যা লোকে খুব উপভোগ করবে। উঠতি ক্রিকেটারদের সঙ্গে তিনি সবসময় নিজের লব্ধ জ্ঞান শেয়ার করতে চেয়েছেন বলে জানিয়ে শোয়েব বলেছেন, তিনি আরও বেশি আক্রমণাত্মক বোলার তৈরি করতে মুখিয়ে আছেন। সেইসঙ্গে আইপিএলে কলকাতা নাইটরাইডার্সকে কোচিং করাতে চান বলেও জানিয়েছেন তিনি। টি-২০ ফর্ম্যাটের এই প্রতিযোগিতার উদ্বোধনী সিরিজে খেলেছিলেন শোয়েব। পাশাপাশি ১৯৯৮ সিরিজে সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর প্রাথমিক আলাপ পর্ব নিয়েও কথা বলেন তিনি। শোয়েব বলেন, ওকে দেখেছিলাম, কিন্তু ভারতে ও যে কত বড় একজন, সেটা জানতাম না। সেবারই জানলাম, ভারতে ওকে প্রায় ভগবানের আসনে বসানো হয়। তবে ও কিন্তু আমার খুব ভাল বন্ধু। ১৯৯৮ এ যত জোরে পেরেছিলাম, বল করেছিলাম। ভারতীয় দর্শকরা কিন্তু আমায় বাহবা দিয়েছিলেন। ভারতে আমার প্রচুর ফ্যান।