নয়াদিল্লি: আধুনিক যুগের ব্যাটসম্যানদের মধ্যে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে বল করাই সবচেয়ে কঠিন বলে মনে করছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। ট্যুইটারে একটি প্রশ্নোত্তর পর্ব চলাকালীন প্রুথ্বী কোঠারি নামে এক ব্যক্তি প্রশ্ন করেন, ‘আপনার মতে আধুনিক যুগের কোন ব্যাটসম্যানকে আউট করা সবচেয়ে কঠিন?’ জবাবে শোয়েব বলেন, ‘বিরাট কোহলি।’



বরাবরই বিরাটের প্রশংসা করেন শোয়েব। এর আগেও তিনি একাধিকবার ভারতের অধিনায়কের পক্ষে গলা ফাটিয়েছেন। এবার ফের তিনি বিরাটকে বড় শংসাপত্র দিলেন।



বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্স ভাল না হলেও, অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন বিরাট। তাঁর নেতৃত্বে ১০টি টেস্ট ম্যাচ ইনিংসে জিতল ভারতীয় দল। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতীয় দল ৯টি টেস্ট ম্যাচ ইনিংসে জিতেছিল। তাঁকে টপকে গিয়েছেন বিরাট। তাঁর নেতৃত্বে পরপর তিনটি টেস্ট ম্যাচ ইনিংসে জিতল ভারতীয় দল। ইডেন টেস্টে না হারলেই ঘরের মাঠে টানা ১২টি সিরিজ জেতার রেকর্ড গড়বে ভারতীয় দল।